ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

চরাঞ্চলের ছাগলের কদর বেশি

প্রকাশিত: ০৫:৫৫, ১ সেপ্টেম্বর ২০১৭

চরাঞ্চলের ছাগলের কদর বেশি

নিজস্ব সংবাদদাতা, রায়পুর. লক্ষ্মীপুর, ৩১ আগস্ট ॥ চরাঞ্চলের ছাগলের কদও বেড়েছে। চরাঞ্চল বলে খ্যাত মোল্লার হাট, খাসের হাট, হায়দরগঞ্জ বাজার, আখন হাটসহ ১৫টি বাজারে ছাগল ক্রয়-বিক্রয়ের জন্য বিখ্যাত। এ বাজারগুলোতে কোরবানির ঈদ বাজার ছাড়াও সারা বছর ছাগল বিক্রি হয়ে থাকে। খাসের হাট, চরবগা, চরকাছিয়া, চরইন্দুরিয়া, চর ঘাসিয়া, ও পার্শ্ববর্তী হাইমচর ও বরিশালের মুলাদি থেকে কয়েক হাজার ছাগল বিক্রির জন্য নিয়ে এসেছেন। পাইকারি ছাগল ব্যবসায়ী আলমগীর, জাগাঙ্গীর ও ফারুক জানান, রায়পুরের বাইরে বিশেষ করে লক্ষ্মীপুর, চৌমুহনী, ফেনী, চাঁদপুর ও কুমিল্লাসহ বিভিন্ন স্থান থেকে আসা অর্ধশতাধিক ব্যবসায়ী রায়পুরের ১২টি বাজারে চরাঞ্চলের ছাগল কিনতে আসেন।
×