ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গুমের ঘটনায় মানুষ আতঙ্কে॥ রিজভী

প্রকাশিত: ০৫:৪১, ১ সেপ্টেম্বর ২০১৭

গুমের ঘটনায় মানুষ আতঙ্কে॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ দেশে অপহরণ, গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙ্গে পড়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিরোধী দলের এক নেতাসহ গত এক সপ্তাহে ৬ জনের গুমের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, স্কুল-কলেজের ছাত্রীসহ নারী সমাজের ওপর চলছে আদিম যুগের সেই পৈশাচিক উল্লাস। তিন দিন আগে সিরাজগঞ্জের ল’ কলেজের ছাত্রী রূপাকে চলন্ত গাড়িতে যেভাবে পৈশাচিক নির্যাতন করে হত্যা করা হয়েছে তা গোটা জাতিকে স্তম্ভিত করেছে। মর্মস্পর্শী এ ঘটনা গোটা জাতির বিবেককে নাড়া দিয়েছে। এভাবে রূপা, তনু, রিশা ও নার্গিসের স্বজনদের কান্না আকাশ-বাতাস ভারি করে তুলেছে। বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী বলেন, মানবধিকার সংগঠনের তথ্যমতে প্রতিদিন গড়ে ১২ জন নারী ও শিশু পৈশাচিক নির্যাতনের পর হত্যার শিকার হচ্ছেন। এছাড়া দেশজুড়ে চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, জবর দখল চলছে ৭৪ স্টাইলে। দুঃশাসনের বিদায় ছাড়া এ অনাচার থামবে না। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। রিজভী বলেন, আগামী নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের সংলাপ কেবলই আইওয়াশ। প্রধান নির্বাচন কমিশনার স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান হিসেবে কাজ করছেন না, বরং প্রধানমন্ত্রীর হুকুম তামিলকারী হিসেবে কাজ করছেন। প্রধান নির্বাচন কমিশনার আওয়ামী কাননেরই ফুল। তিনি বেআইনীভাবে একক সিদ্ধান্তে সরকারের পছন্দমতো লোকদের ইসিতে নিয়োগ ও বদলি করেছেন। তার অধীনে নির্বাচনগুলোও সম্পন্ন হয়েছে রকিব কমিশনের আদলেই।
×