ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নির্বাচনে রুশ যোগসাজশ ॥ তদন্ত কমিটিতে হাজির হবেন ট্রাম্পপুত্র

প্রকাশিত: ০৪:০৯, ৩১ আগস্ট ২০১৭

নির্বাচনে রুশ যোগসাজশ ॥ তদন্ত কমিটিতে হাজির হবেন ট্রাম্পপুত্র

গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান টিমের সঙ্গে রাশিয়ার যোগযোগ হয়েছিল কি-না, এ নিয়ে কংগ্রেসের তদন্ত কমিটির মুখোমুখি হচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। মার্কিন কর্মকর্তারা মঙ্গলবার এ কথা জানিয়েছেন। এএফপি। মার্কিন সিনেটের জুডিসিয়ারি কমিটি ঘোষণা করেছে যে, ৩৯ বছর বয়সী ট্রাম্পপুত্র নির্বাচনে রুশ-মার্কিন যোগসাজশ নিয়ে তদন্ত কমিটির রুদ্ধদ্বার বৈঠকে সাক্ষ্য দিতে রাজি হচ্ছেন। তবে তিনি কবে ওই কমিটির সামনে উপস্থিত হচ্ছেন তা জানান হয়নি। জানা গেছে, কমিটি যেসব নথিপত্র তলব করেছে ট্রাম্প জুনিয়র সেগুলো হস্তান্তর করতে রাজি হয়েছেন। কমিটির প্রধান রিপাবলিকান দলের চাক গ্রেসলি ও ডেমোক্র্যাট দলের ডায়ান ফেইনস্টেইন এক যৌথ বিবৃতিতে এ কথা বলেছেন। ট্রাম্পের জামাতা জারেড কুশনার গত মাসে ওই সিনেট কমিটির সামনে অনুরূপ এক সাক্ষ্য দিয়েছেন।
×