ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সুমেরুতে আইস-ব্রেকার ছাড়া জাহাজ

প্রকাশিত: ০৫:০১, ৩০ আগস্ট ২০১৭

সুমেরুতে আইস-ব্রেকার ছাড়া জাহাজ

প্রথমবারের মতো বরফ কাটার যন্ত্র ছাড়াই উত্তর মেরুর সমুদ্র পথ ঘুরে ইউরোপ থেকে এশিয়ায় এসেছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী একটি বাণিজ্যিক জাহাজ। বরফে আচ্ছাদিত সাগরে ভ্রমণের জন্য বিশেষভাবে নির্মিত জাহাজটির ওই পথ ঘুরে আসতে সময় লেগেছে সাড়ে ছয়দিন। এর মধ্য দিয়ে রুশ মালিকানাধীন ট্যাঙ্কারটি জাহাজ চলাচলের ইতিহাসে নতুন এক রেকর্ড তৈরি করেছে। ক্রিস্টোফি ডি মার্জারি নামের ৩০০ মিটার দীর্ঘ ওই জাহাজ নরওয়ে থেকে দক্ষিণ কোরিয়ায় প্রাকৃতিক গ্যাস বহন করে নিয়ে আসে। এটিই পৃথিবীর প্রথম ও একমাত্র জাহাজ যেটি আলাদাভাবে বরফ কাটার যন্ত্র ছাড়াই সুমেরু অঞ্চলে যাতায়াত করতে পারে। তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে সুমেরু অঞ্চল দিয়ে বাণিজ্যিক জাহাজের চলাচল বেড়েছে। হালকা স্টিল দিয়ে জাহাজটির বডি শক্তিশালী করা হয়েছে। এ কারণেই এটি আর্ক-৭ সনদপত্র পেয়েছে। কোন জাহাজকে আর্ক-৭ সনদপত্র পেতে হলে সেটিকে ২.১ মিটার পুরু বরফের ভেতর দিয়ে চলাচলের সক্ষমতা অর্জন করতে হবে। চলতি বছরের শুরুর দিকে প্রথমবারের মতো জাহাজটি প্রথম যাত্রা শুরু করে। তখন এটি রাশিয়ার সাবেটা বন্দরে ভেড়ানো ছিল। রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন জাহাজের ক্রু ও জ্বালানি কোম্পানির কর্মকর্তাদের শুভেচ্ছা জানান। পুতিন বলেন, জাহাজের এই সক্ষমতা সুমেরু অঞ্চলে আমাদের চলাচলের নতুন সুযোগ এনে দিয়েছে। -বিবিসি অনলাইন
×