ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

নারীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান স্পীকারের

প্রকাশিত: ০৪:২৫, ২৯ আগস্ট ২০১৭

নারীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান স্পীকারের

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২৮ আগস্ট ॥ দেশের সার্বিক উন্নয়নে নারীরা আজ পিছিয়ে নেই। নারীর ক্ষমতায়নে বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যুগোযযোগী পরিকল্পনা ও নীতিমালা গ্রহণ করেছে এবং ধাপে ধাপে তা বাস্তবায়ন করে যাচ্ছে। ছাত্রী উপবৃত্তি, বিধাব ভাতা, মাতৃত্বকালীন ভাতা, আয় বর্ধনমূলক নারী প্রশিক্ষণ প্রভৃতির মাধ্যমে নারীদের সামাজিক সুরক্ষায় বলয়ে অন্তর্ভুক্ত করা হচ্ছে। সে কারণে আর বাল্যবিয়ে নয়। ‘বাল্যবিয়ে প্রতিরোধ ও মাতৃমৃত্যু হ্রাস করে মেয়ে শিশুকে শিক্ষিত ও দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে’ -বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী এমপি সোমবার রংপুরে নিজ নির্বাচনী এলাকা পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে বাংলাদেশ জাতীয় সংসদ ও ইউএনএফপিএর যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বাংলাদেশ সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. আবদুর রব হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি প্রফেসর ডাঃ আ হ ম রুহুল হক এমপি, বিএপিপিডির যুব উন্নয়ন সম্পর্কিত সাব কমিটির আহ্বায়ক এ্যাডভোকেট সানজিদা খানম এমপি, সদস্য সেলিনা বেগম এমপি বক্তৃতা করেন। অপরদিকে তিনি আজ দুপুরে রংপুরের পীরগঞ্জের বন্যা কবিলত কাবিপুর ও চতরা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ২ হাজার পরিবারের মাঝে ত্রাণ ও ১শ’ কৃষকের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করেন। এ সময় কৃষি বিভাগের অতিরিক্ত সচিব সিরাজুল হায়দার, সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব আই ম. গোলাম কিবরিয়া, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট গাফিয়া খানম উপস্থিত ছিলেন।
×