ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

বদ অভ্যাস দূর করবে রিস্টব্যান্ড

প্রকাশিত: ০৫:০৬, ২৮ আগস্ট ২০১৭

বদ অভ্যাস দূর করবে রিস্টব্যান্ড

সম্প্রতি একটি রিস্টব্যান্ড বাজারে এসেছে যেটি মানুষের বদ অভ্যাস প্রতিরোধ করবে এবং মানুষকে বদ অভ্যাসে বাধা দেবে। এটি হাতে থাকা অবস্থায় যদি কেউ মুখ দিয়ে নখ কাটে, বেশি ধূমপান করে, সময়মতো খাবার না খায়, সময়মতো ঘুম থেকে না উঠে এবং সময় নষ্ট করে তখন এই রিস্টব্যান্ড ইলেকট্রিক শক দেবে। এমনকি নেতিবাচক চিন্তা করলেও। তবে এই শকের মাত্রা কম বেশি করে নেয়া যায়। আবার যদি মনে হয়, শকের মতো শাস্তি একটু বেশিই হয়ে যায় তাহলে কেউ চাইলে ভাইব্রেশনে কাজ চালাতে পারবে। আরও কোমল উপায়ও আছে সেটা হলো কেউ খারাপ কিছু করতে চাইলে এটা ‘বিপ’ দিয়ে সতর্ক করবে। আসলে এই রিস্টব্যান্ডে এমন কোন সেন্সর নেই যার দ্বারা এটা আগে থেকে বুঝবে যে কেউ খারাপ কিছু করতে যাচ্ছে। আসলে শক বা শাস্তির কাজটা নিজেকেই করতে হবে। মানে রিস্টব্যান্ডে থাকা বাটন চেপে অথবা মোবাইলে এর এ্যাপ থেকে কেই নিজের শাস্তি নিজেই নির্ধারণ করতে পারবে। মানে নিজেকে শোধরানোর চিন্তা যদি থাকে তবে এটা যে কারও জন্য উপকারি। দ্য পাভলক ইলেক্ট্রো রিস্টব্যান্ড নামের এই রিস্টব্যান্ডটি নামকরণ করা হয়েছে এর উদ্ভাবক রাশিয়ার বিখ্যাত সাইকোলজিস্ট ইভান পাভলভের নামে। প্রাথমিকভাবে এর দাম ধরা হয়েছে ২০০ ডলার। তবে বর্তমানে এটি ৩২% ডিসকাউন্টে ১৩৫ ডলারে পাওয়া যাচ্ছে। -ওয়েবসাইট
×