ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

যে কোন মূল্যে মহাসড়ক সচল রাখতে হবে ॥ কাদের

প্রকাশিত: ০৫:৫৩, ২৭ আগস্ট ২০১৭

যে কোন মূল্যে মহাসড়ক সচল রাখতে হবে ॥ কাদের

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৬ আগস্ট ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, এবার ভয়াবহ বন্যা এবং প্রবল বর্ষণের কারণে দেশের বিভিন্ন স্থানের সড়কে দুরবস্থার সৃষ্টি হয়েছে। রাস্তার এ দুরবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রী ওয়াকিবহাল। জনগণের দুর্ভোগ লাঘবে প্রধানমন্ত্রী সচেষ্ট আছেন। সড়ক নিয়ে আমি কারও কোন অজুহাত শুনতে চাই না। মন্ত্রী বলেন, জনগণের দুর্ভোগ কমাতে যা যা করা প্রয়োজন সবই করতে হবে। এবার ঈদযাত্রায় সড়ক-মহাসড়ক সচল রাখাটাই আমাদের চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ যে কোন মূল্যে আমাদের সফলভাবে অতিক্রম করতে হবে। আমি সব সময় রাস্তায় আছি, আপনাদেরও ২৪ ঘণ্টা রাস্তায় থাকতে হবে। মন্ত্রী শনিবার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজারসংলগ্ন হাইওয়ে ইন হোটেলে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) চট্টগ্রাম ও কুমিল্লা জোনের কর্মকর্তা এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। এ সময় তিনি চট্টগ্রাম বিভাগের সব সড়ক-মহাসড়কের খোঁজখবর নেন। প্রকৌশলীদের উদ্দেশ করে মন্ত্রী বলেন, এবার ঈদযাত্রা আমাদের জন্য চ্যালেঞ্জিং। রাস্তায় পানি জমতে দেয়া যাবে না। বৃষ্টির মধ্যেই আমাদের কাজ করতে হবে। বৃষ্টির সময় হাত-পা গুটিয়ে বসে থাকলে চলবে না। সংশ্লিষ্ট সবাইকে ২৪ ঘণ্টা কাজ করতে হবে। ইঞ্জিনিয়াররা দিন-রাত পরিশ্রম করছেন। তাদের কাউকে ফাঁকিবাজ বলতে চাই না। প্রধানমন্ত্রীর কাছে আমার মুখ ছোট করবেন না। যে কোন মূল্যেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এবং রাস্তা সচল রাখতে হবে। যেখানে যে ব্যবস্থা নেয়া দরকার, সেখানে সে ব্যবস্থা নিতে হবে। এ সময় তিনি যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রেলওয়ে ওভারপাস, কুমিল্লার পদুয়ারবাজার রেলওয়ে ওভারপাস এবং ইলিয়টগঞ্জ ওভারপাস এলাকাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার নির্দেশ দেন। তিনি বলেন, দাউদকান্দি, মেঘনা ও কাঁচপুর এলাকায় চলমান তিনটি সেতুর নির্মাণকাজ সম্পন্ন হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আর কোন যানজট থাকবে না। বিএনপির রাজনীতির সমালোচনা করে মন্ত্রী বলেন, বিএনপির টপ টু বটম পদত্যাগ করা উচিত। তাদের রাজনীতি এখন ভুলের চোরাবালিতে আটকে আছে। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে না এসে তারা যে ভুল করেছে এজন্য সারাদেশের বিএনপির নেতাকর্মীরাও হতাশ। বিএনপির নেতৃত্বের ব্যর্থতার জন্য তাদের সবার একযোগে পদত্যাগ করা উচিত। বিগত সাড়ে ৮ বছরে তারা সাড়ে ৮ মিনিটের জন্যও রাস্তায় দাঁড়াতে পারেনি এবং আন্দোলনও করতে পারেনি। নিজস্ব সংবাদদাতা নোয়াখালী থেকে জানান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদে ঘরমুখো যাত্রীদের যাত্রা স্বস্তিদায়ক করার জন্য যেকোন মূল্যে রাস্তা সচল রাখা হবে। সে লক্ষ্য সামনে রেখে ৭০ ভাগ রাস্তা সচল করা হয়েছে, ঈদের পুরোপুরি যাত্রা শুরু হওয়ার আগেই রাস্তাগুলো পুরোপুরি সচল করা হবে। সড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ প্রশাসন ও আমি নিজে সর্বক্ষণিক সড়কে থাকব। এক্ষেত্রে অজুহাত হিসেবে বৃষ্টি-বন্যা এসব দেখা হবে না। এ নিয়ে ভয় বা দুশ্চিন্তার কোন কারণ নেই। মন্ত্রী শনিবার দুপুরে নোয়াখালীর কবিরহাটে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিজনকে ২০ কেজি করে মোট ১ হাজার গরিব ও অসহায় পরিবারের মধ্যে এ ত্রাণসামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, টোল প্লাজায় ৬টি বুথের পরিবর্তে এখন ৮টি বুথ করা হয়েছে। এর মধ্যে চারটিতে যাতায়াত করবে ট্রাক লরি,কর্ভাডভ্যান। এছাড়া ঈদের তিনদিন কোন মহাসড়কে কোন কভার্ডভ্যান চলবে না বলেও তিনি জানান। তিনি বলেন, বিএনপি আমলে কোন উন্নয়ন এসব এলাকায় হয়নি। অবকাঠামো নির্মাণ, রাস্তাঘাট ও স্কুল-কলেজসহ সকল উন্নয়ন এ সরকারের আমলে হয়েছে। তিনি বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ গত ৯ বছর এসব এলাকায় শান্তিপূর্ণভাবে তার দলীয় কার্যক্রম করেছেন, আমাদের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে তাকে সর্বাত্মক সহযোগিতা করা হয়েছে। কিন্তু তিনি আমাদের উদ্দেশ করে তার অভিযোগগুলো নিষ্প্রয়োজন ছিল। তিনি মওদুদ আহমেদকে এ ধরনের মন্তব্য না করার জন্য অনুরোধ করেন।
×