ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

মোবাইল এ্যাপসের মাধ্যমে ‘নবারুণ’ ছড়িয়ে দেয়ার আহ্বান

প্রকাশিত: ০৫:০৩, ২৬ আগস্ট ২০১৭

মোবাইল এ্যাপসের মাধ্যমে ‘নবারুণ’ ছড়িয়ে দেয়ার আহ্বান

আইটি ডটকম প্রতিবেদক ॥ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের প্রকাশনা নবারুণ পত্রিকার প্রচার সংখ্যা আরও বাড়ানো ও মোবাইল এ্যাপসের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক পাঠকের কাছে পৌঁছানোর ওপর পত্রিকার লেখকরা গুরুত্বারোপ করেছেন। চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের প্রকাশিত সচিত্র কিশোর মাসিক পত্রিকা ‘নবারুণে’র আগস্ট মাসের জাতীয় শোক দিবসের বিশেষ সংখ্যার লেখকদের নিয়ে বৃহস্পতিবার এক সভায় এ বিষয়ে গুরুত্বারোপ করা হয়। কিশোর উপযোগী লেখা নবারুণের পাঠকদের মাঝে আরও আকর্ষণীয় ও উপযোগী করে তোলার লক্ষ্যে আয়োজিত এ সভায় নতুন নতুন লেখকদের লেখা সংগ্রহ ও লেখক সৃষ্টির উপায় নিয়ে মতবিনিময় করা হয়। চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেনের সভাপতিত্বে সভায় লেখক নাদিরা মজুমদার, মুস্তাফা মাসুদ, রহীম শাহ, দেলোয়ার হোসেন, শফিকুর রাহী, রেজা নওফল হায়দার, মোমিন মেহেদী, ড. ইসমাত মির্যা, মুন্সী সাদিয়ার রহমান ও খুদে লেখক অর্ঘ্য দত্ত উপস্থিত ছিলেন। নবারুণের সম্পাদক নাসরীন জাহান লিপি ও অধিদফতরের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নবারুণ প্রতি মাসে নিয়মিত প্রকাশিত হয় এবংww w.dfp.gov.bd ওয়েবসাইট থেকে এর প্রতিটি সংখ্যা পড়া যায়।
×