ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আদালতে হাজির হননি ॥ গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকাশিত: ০৪:১১, ২৬ আগস্ট ২০১৭

আদালতে হাজির হননি ॥ গ্রেফতারি পরোয়ানা জারি

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। শুক্রবার অপ্রত্যাশিতভাবে দেশ ছাড়েন তিনি। তবে তার গন্তব্য সম্পর্কে আপাতত কিছু জানা যায়নি। থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার মামলার রায় ঘোষণার তারিখ পিছিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। বিতর্কিত চাল ভর্তুকি মামলার রায়ের সময় শুক্রবার আদালতে উপস্থিত হবার কথা থাকলেও ইংলাক আদালতকে জানান, তিনি অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারবেন না। যদিও ইংলাকের আইনজীবীরা আদালতে এ সংক্রান্ত কোন চিকিৎসা সনদ দেখাতে পারেননি আদালতকে। আদালতের নির্দেশ অমান্য করার জন্য তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সুপ্রীমকোর্ট। অন্যদিকে গুজব উঠেছে ইংলাক গ্রেফতার এড়াতে পালিয়ে বিদেশ চলে যেতে পারেন। এজন্য দেশটির জান্তা প্রধান শুক্রবার সীমান্তে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন। এএফপি ও বিবিসির। ইংলাক সিনাওয়াত্রার চাল ভর্তুকি কর্মসূচীতে অনিয়মের মামলার রায় ঘোষণার তারিখ পিছিয়েছে থাই সুপ্রীমকোর্ট। আগামী ২৭ সেপ্টেম্বর রায়ের নতুন দিন ধার্য করা হয়েছে। আদালত জানিয়েছে, ইংলাক আদালতকে বলেছেন, তিনি কানের সমস্যায় ভুগছেন। আদালতে উপস্থিত হতে পারবেন না। ইংলাকের আইনজীবীরা আদালতকে জানান, তিনি (ইংলাক) অসুস্থ। তাই তিনি আদালতে হাজিরা দিতে পারছেন না। এক বিবৃতিতে সুপ্রীমকোর্টের এক বিচারক বলেন, ‘আমরা মনে করি না বিবাদী অসুস্থ। তার মেডিক্যাল সার্টিফিকেট নেই। তিনি অসুস্থতার (কানের সমস্যা) যে দাবি করছেন, তার জন্য তিনি আদালতে আসতে পারবেন না, তা তো নয়। আমরা মনে করি, বিবাদী মিথ্যা বলছেন বা পালিয়েছেন। আমরা আগামী ২৭ সেপ্টেম্বর রায়ের নতুন দিন ধার্য করেছি।’ আদালত জানিয়েছে, ইংলাক পালিয়ে বিদেশ যেতে পারে এই আশঙ্কায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অভিবাসন পুলিশের প্রধান জানিয়েছে, তিনি বিশ্বাস করেন, ইংলাক এখনও থাইল্যান্ডে রয়েছেন। এদিকে এক প্রশ্নে, ইংলাক দেশে আছেন কিনা জানতে চাওয়া হলে তার আইনজীবী নারোইত লারলিং বলেন, ‘আমি জানি না, আমি জানি না।’ জান্তা প্রধান প্রেয়াট চ্যান-ও-চাও বলেন, ‘আমি জানতে পেরেছি, ইংলাক শুক্রবার আদালতে হাজিরা দিতে যাননি।’ তিনি আরও জানান, দেশটির স্থানীয় ও প্রধান সড়কগুলোসহ ‘সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছি।’ ২০১৪ সালের ২২ মে সেনাবাহিনী ক্ষমতা দখল করার মাত্র কয়েকদিন আগে আদালতের এক বিতর্কিত আদেশে ক্ষমতাচ্যুত হন থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। ২০১১ সালে তিনি দেশটির প্রধানমন্ত্রী হন। ইংলাক স্বেচ্ছা-নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার বোন। ইংলাক এখনও তার দেশে বেশ জনপ্রিয়। শুক্রবার মামলা রায় চলাকালীন সময় পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যেও সুপ্রিমকোর্টের বাইরে ইংলাকের সমর্থনে কয়েকশ’ মানুষ জড়ো হয়। ক্ষমতায় আসার পর ২০১১ সালে চাল ভর্তুকি প্রকল্প শুরু করেন ইংলাক। ইংলাকের বিরুদ্ধে অভিযোগ, নিজের সমর্থক কৃষকদের খুশি করতে চাল ক্রয় প্রকল্পে আন্তর্জাতিক বাজার দরের চেয়ে ৫০ শতাংশ বেশি মূল্যে চাল কিনেছিল ইংলাক সরকার। এতে সরকারী গুদামে চাল উপচে পড়ে, কিন্তু বেশি দামে কেনায় আন্তর্জাতিক বাজারে সেই চাল রপ্তানি করা যায়নি। তার দোষ প্রামাণিত হলে, রায়ে ইংলাককে ১০ বছর পর্যন্ত কারাদ- দেয়া হতে পারে। ইংলাক আজীবনের জন্য রাজনীতিতে নিষিদ্ধ হতে পারেন। দীর্ঘ-বিলম্বিত এই রায়কে কেন্দ্র করে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে তীব্র উত্তেজনা সৃৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে এবং ভবিষ্যতে রাজনৈতিক-বিভক্ত এই দেশটিতে এর সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে। চালে ভর্তুকির কর্মসূচীটি ছিল ইংলাক প্রশাসনের প্রধান একটি নীতি। এই কর্মসূচীটি কৃষকদের কাছে জনপ্রিয় ছিল। এই কর্মসূচীর কারণে দেশটিতে চালের বিশাল মজুত সৃৃৃষ্টি হয় এবং লোকসান হয় প্রায় আট শ’ কোটি ডলার। চাল ক্রয় প্রকল্পে কয়েক বিলিয়ন ডলার ভর্তুকি দিয়ে সরকারী অর্থ অপচয় করার অভিযোগে ২০১৫ সালের মার্চে ইংলাকের বিরুদ্ধে মামলা হয়। যদিও মামলার শুরুতেই ইংলাক গাফিলতির অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন।
×