ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর আদর্শ ও অর্থনৈতিক মুক্তির দর্শন সবাইকে আত্মস্থ করতে হবে ॥ স্পীকার

প্রকাশিত: ০৮:২৮, ২৪ আগস্ট ২০১৭

বঙ্গবন্ধুর আদর্শ ও অর্থনৈতিক মুক্তির দর্শন সবাইকে আত্মস্থ করতে হবে ॥ স্পীকার

বিশেষ প্রতিনিধি ॥ জাতীয় সংসদের স্পীকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, দেশপ্রেম ও অর্থনৈতিক মুক্তির দর্শন সবাইকে আত্মস্থ করতে হবে। বঙ্গবন্ধুর এক অঙ্গুলি হেলনে বাংলার আপামর জনতা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ছিনিয়ে এনেছিল স্বাধীনতার লাল সূর্য। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। বুধবার রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারী মহিলা কলেজ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। কলেজের অধ্যক্ষ প্রফেসর হোসনে আরা শেফালীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেনÑ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন, মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. এসএম ওয়াহিদুজ্জামান ও উপাধ্যক্ষ প্রফেসর মুক্তি রানী সাহা প্রমুখ। স্পীকার বলেন, আগস্ট মাস শোকের মাস। ১৫ আগস্ট ইতিহাসের জঘন্যতম হত্যাকা- সংগঠিত হয়েছিল। জাতির পিতা ও তার পরিবারের অন্য সদস্যরা নির্মম হত্যাকা-ের শিকার হন। হত্যাকা- থেকে নারী এবং শিশুও রেহাই পায়নি । তিনি বলেন, দীর্ঘদিন এ জাতি বঙ্গবন্ধুর হত্যার বিচারের জন্য অপেক্ষা করেছে। ইনডেমিনিটি বিলের মাধ্যমে এ বিচারে বাধা সৃষ্টি করা হয়েছিল। কিন্তু সত্যের জয় অনিবার্য। বঙ্গবন্ধুর হত্যার বিচার বাংলার মাটিতে সম্পন্ন করা হয়েছে। বাংলাদেশে শিল্প স্থাপনে ইইউর প্রতি আহ্বান স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী দেশের একশ’টি বিশেষায়িত অঞ্চলে নানামুখী শিল্প স্থাপনের জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন। ইইউর বিদায়ী রাষ্ট্রদূত পিয়েরে মাইডন বুধবার তার কার্যালয়ে সাক্ষাত করলে তিনি এ আহ্বান জানান।
×