ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

অর্থনৈতিক অগ্রগতির জন্য অবকাঠামো উন্নয়ন জরুরী ॥ রেইফম্যান

প্রকাশিত: ০৫:৪২, ২৪ আগস্ট ২০১৭

অর্থনৈতিক অগ্রগতির জন্য অবকাঠামো উন্নয়ন জরুরী ॥ রেইফম্যান

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বাংলাদেশের কাক্সিক্ষত অর্থনৈতিক অগ্রগতি অর্জনে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দেয়া প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত জোয়েল রেইফম্যান। চিটাগাং চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি এবং আমেরিকান চেম্বার অব কমার্স, বাংলাদেশের যৌথ আয়োজনে বুধবার অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ অভিমত রাখেন। চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে অবস্থিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এ বৈঠক। এতে সভাপতিত্ব করেন চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম। ‘ইউএস-বাংলাদেশ বাইল্যাটার‌্যাল ট্রেড এ্যান্ড ইনভেস্টমেন্ট রিলেশন্স’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেনÑ ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের শার্জ দ্য এ্যাফেয়ার্স জোয়েল রেইফম্যান। বক্তব্য রাখেন, চেম্বারের সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, মার্কিন দূতাবাসের ইকোনমিক এবং কমার্শিয়াল অফিসার এ্যাডওয়ার্ডো গার্সিয়া, আমেরিকান চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট শওকত আলী সরকার, চেম্বার পরিচালক অঞ্জন শেখর দাশ ও মোঃ জাহেদুল হক, প্রাক্তন সিনিয়র সহ-সভাপতি এমএ ছালাম প্রমুখ।
×