ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

কোরবানির পশু জবাইয়ের ৩৬১ স্থান নির্ধারণ চসিকের

প্রকাশিত: ০৫:৪১, ২৪ আগস্ট ২০১৭

কোরবানির পশু জবাইয়ের ৩৬১ স্থান নির্ধারণ চসিকের

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীতে কোরবানির পশু জবাইয়ের জন্য ৩৬১টি স্থান নির্ধারণ করে দিয়েছে সিটি কর্পোরেশন (চসিক)। এর বাইরে যত্রতত্র, সড়কে পশু জবাই করা যাবে না। কর্পোরেশন নির্ধারিত জায়গায় ধর্মীয় রীতি অনুযায়ী পশু জবাইয়ের ব্যবস্থা থাকবে। এছাড়া মাংস কাটার জন্য কসাই এবং বাসায় পৌঁছে দেয়ার জন্য লোকবলও দেয়া হবে। বুধবার এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন এ সুবিধা প্রদানের প্রতিশ্রুতি দেন। একইসঙ্গে তিনি বলেন, সড়কে বা যেখানে সেখানে পশু জবাই করা যাবে না। তবে যে সকল বাড়ির সামনে নিজস্ব আঙ্গিনা রয়েছে সেখানে পশু জবাই করা যাবে। কিন্তু বর্জ্যগুলো কর্পোরেশনের নির্ধারিত স্থানেই ফেলতে হবে। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। কর্পোরেশনের সম্মেলন কক্ষে বিকেলে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর শৈবাল দাশ সুমন, মেয়রের একান্ত সচিব মোঃ মঞ্জুরুল ইসলাম, চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী যীশু এবং দায়িত্বশীল বিভাগগুলোর কর্মকর্তারা। এতে জানানো হয়, নগরীর ৪১টি ওয়ার্ডের প্রত্যেকটিতে পশু জবাইয়ের জন্য স্থান নির্ধারণ করে দেয়া হয়েছে। নগরীকে পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের সচেতনতা এবং আন্তরিক সহযোগিতা প্রয়োজন। কোরবানির ঈদে এ সহযোগিতা পাওয়া যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এদিকে, কোরবানির ঈদ উপলক্ষে সড়ক দুর্ঘটনা রোধ এবং ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘœ করতে ব্যবস্থা নিয়েছে সিএমপি। ঈদে চিত্তবিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীরা যেন কোন অনাকাক্সিক্ষত ঘটনার মুখোমুখি না হন এবং কোরবানির পশুর চামড়া যেন বিভিন্ন রুট দিয়ে পাচার হতে না পারে সে জন্য সমন্বিত উদ্যোগ নেয়া হয়েছে। সিএমপি কমিশনার জানান, বিনোদন কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা এবং পশুর চামড়া পাচার বন্ধ করতে সকল পদক্ষেপই গ্রহণ করা হয়েছে।
×