ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ভাল শেয়ারে থাকলে লোকসান হবে না ॥ শরীফ আতাউর

প্রকাশিত: ০৫:১৮, ২৪ আগস্ট ২০১৭

ভাল শেয়ারে থাকলে লোকসান হবে না ॥ শরীফ আতাউর

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারের বিনিয়োগকারীদের ভাল কোম্পানির শেয়ারে বিনিয়োগ করার আহ্বান জানিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক ও সার সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শরীফ আতাউর রহমান বলেছেন, ভাল শেয়ারে বিনিয়োগ করলে লোকসান হবে না। তিনি বলেন, বিনিয়োগকারীদের মনে রাখতে হবে পুঁজিবাজারে ফুলটাইম ব্যবসা করা উচিত না। সঞ্চয় করা বা উদ্বৃত্ত টাকার কিছু অংশ পুঁজিবাজারে বিনিয়োগ করা উচিত। পাশাপাশি ভাল কোম্পানি নির্বাচন করে বিনিয়োগকারীদের উচিত কমপক্ষে ১০ বছর মেয়াদি বিনিয়োগের পরিকল্পনা নেয়া। তাহলে বাজার থেকে ভাল মুনাফা পাওয়া যাবে। বুধবার রাজধানীর মতিঝিলে অবস্থিত সোয়ানটেক্স ভবনে সার সিকিউরিটিজের কার্যালয়ে ‘দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কর্যক্রম’ শীর্ষক এক অনুষ্ঠানে শরীফ আতাউর রহমান এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমি ২৮ বছর বয়স থেকে শেয়ার ব্যবসা করছি, এখন আমার বয়স ৬৬ বছর। এ অভিজ্ঞতা থেকে বলছি দীর্ঘমেয়াদে ভাল কোম্পানির শেয়ারে বিনিয়োগ করলে লোকসান হবে না। সেই সঙ্গে বিনিয়োগকারীদের সব সময় ঋণ করে বিনিয়োগ করা থেকে দূরে থাকতে হবে এবং নিজের উদ্বৃত্ত অর্থের একটি অংশ বিনিয়োগ করতে হবে। বর্তমানে বাজারে কোম্পানির মালিকানা পরিবর্তন নিয়ে নানা গুজব চলছে উল্লেখ করে তিনি বলেন, যদি কোন কোম্পানির মালিকানা পরিবর্তন হয়, সে ক্ষেত্রে কারা মালিকানায় আসছেন, সে বিষয়টি ভালভাবে জেনে বিনিয়োগের সিদ্ধান্ত নেয়া উচিত।
×