ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সীতাকুন্ডে বিদ্যুত স্পৃষ্টে নিহত ৩ আহত ৩

প্রকাশিত: ০৫:০৯, ২৪ আগস্ট ২০১৭

সীতাকুন্ডে বিদ্যুত স্পৃষ্টে নিহত ৩ আহত ৩

নিজস্ব সংবাদদাতা, সীতাকুন্ডে, চট্টগ্রাম, ২৩ আগস্ট ॥ সীতাকুন্ডে পৃথক বিদ্যুতস্পৃষ্টে কৃষক ও নির্মাণাধীন ভবনের দুই শ্রমিকসহ তিনজন নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে আরও ৩ জন। বুধবার সকালে পৃথক সময়ে উপজেলার পৌরসদরস্থ এয়াকুবনগর (নুনাছড়া) ও বড় কুমিরা এলাকায় এ বিদ্যুতস্পৃষ্টে হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন জয়পুরহাট জেলার কালাই উপজেলার চরসাকুলকারি এলাকার দিলদারের ছেলে দুলু মিয়া (৩৪) ও নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী এলাকার দুলাল মিয়ার ছেলে শিমুল (২৮) এবং সুনামগঞ্জের দিরাই উপজেলার দক্ষিণ ছিড়াপাড়া এলাকার মানজাল আলীর ছেলে শহীদ (২০)। জানা যায়, সকাল সাড়ে ৭টায় পৌরসদরস্থ এয়াকুবনগর এলাকায় মাঠে কাজ করতে যান দুলু মিয়াসহ দুই কৃষক। এ সময় সীতাকু- পৌরসভা ১নং ওয়ার্ডের কাউন্সিলর বন্যপ্রাণীর অক্রমণ থেকে ফসল রক্ষার্থে জমিতে বসানো বিদ্যুতের তারে স্পৃষ্ট হন তিনজন। ঘটনার পর স্থানীয় কৃষকরা আহত তিনজনকে উদ্ধার করে সীতাকু- স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কৃষক দুলু মিয়াকে মৃত ঘোষণা করেন। অপরদিকে সকাল ১০টায় উপজেলার বড় কুমিরা এলাকায় টুরিস্ট পুলিশের ডিআইজি মুসলিম উদ্দিনের পিতা সিরাজুল হক প্রকাশ লেদুর একটি নির্মাণাধীন ভবনে রড দিয়ে কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় অসাবধানবশত লোহার রড বিদ্যুতের তারে লেগে যায়। এতে বিদ্যুতস্পৃষ্টে শিমুল, শহীদ ও ফাহিম নামে তিন শ্রমিক আহত হয়। পরে মুমূর্ষু অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক নির্মাণ শ্রমিক শিমুল ও শহীদকে মৃত ঘোষণা করেন।
×