ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ধানমন্ডির আনাম র‌্যাংগস প্লাজায় অগ্নিকান্ড

প্রকাশিত: ০৮:২৯, ২১ আগস্ট ২০১৭

ধানমন্ডির আনাম র‌্যাংগস প্লাজায় অগ্নিকান্ড

স্টাফ রিপোর্টার ॥ ধানমন্ডির আনাম র‌্যাংগস প্লাজার আগুন আড়াই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট। ঘটনা তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। রবিবার বিকেল চারটার দিকে ধানমণ্ডি ৬/এ নম্বর সড়কের আনাম র‌্যাংগস প্লাজার ছয়তলা ভবনের ওই মার্কেটের চতুর্থ তলার ডেলিসিয়া রেস্তোরাঁ আগুন লাগে। প্রথমে আগুনের মাত্রা কম ছিল। রেস্তোরাঁর সিলিন্ডার ফেটে যাওয়ায় আগুনের মাত্রা বেড়ে যায়। ফারুক নামে চতুর্থ তলার এক কর্মচারী জানান, রেস্তোরাঁ থেকে দৌড়ে অনেকে বেরিয়ে যান। এরপর আগুন লাগার পর ভেতরে কেউ ছিল না। তখন চতুর্থ তলা থেকে ধোঁয়া বেরুচ্ছে। ফায়ার সার্ভিস অধিদফতরের পরিচালক অপারেশন মেজর শাকিল নেওয়াজ জনকণ্ঠকে জানান, রবিবার বিকেল ৪টার দিকে র‌্যাংগস প্লাজার চতুর্থ তলার ডেলিসিয়া রেস্তোরাঁ থেকে আগুন লাগে। টানা আড়াই ঘণ্টা চেষ্টার চালিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের ১৪টি ইউনিট। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় ফায়ার সার্ভিস অধিদফতরের উপ-পরিচালক শামিম আহসান চৌধুরীকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
×