ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

চবিতে রিভার রিসার্চ ল্যাবরেটরি উদ্বোধন

প্রকাশিত: ০৭:০৫, ২১ আগস্ট ২০১৭

চবিতে রিভার রিসার্চ  ল্যাবরেটরি  উদ্বোধন

চবি সংবাদদাতা ॥ দেশের ইতিহাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থাপিত হলো একক নদীভিত্তিক গবেষণা কেন্দ্র। ‘হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি’ নামের এ গবেষণা কেন্দ্র রবিবার আনুষ্ঠানিকভাবে স্থাপিত হয়েছে, যা মৎস্য প্রজনন বৃদ্ধি এবং মৎস্যবান্ধব পরিবেশ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষক ও গবেষকদের জন্য এটি একটি মাইলফলক হিসেবেও কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। রবিবার সকালে চবি উপাচার্য দফতরের কনফারেন্স কক্ষে এই রিসার্চ ল্যাবরেটরির উদ্বোধন করেন সাবেক মুখ্য সচিব ও পিকেএসএফ’র ব্যবস্থাপনা পরিচালক আব্দুল করিম। এ সময় তিনি প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীকে ‘ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণার দাবি জানান। চবি প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. গাজী সৈয়দ মোহাম্মদ আসমতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআইয়ের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার। এছাড়াও অন্য অতিথির মধ্যে চবি উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার, আইডিএফের নির্বাহী পরিচালক জহিরুল আলম, পিকেএসএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদের, হালদা নদী রক্ষা কমিটির সহ-সভাপতি ও চ্যানেল আইয়ের চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ বক্তব্য রাখেন।
×