ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ক্যাম্পাস পরিচিতি

কানাডিয়ান ট্রিলেনিয়াম স্কুল

প্রকাশিত: ০৫:৫৭, ২০ আগস্ট ২০১৭

কানাডিয়ান ট্রিলেনিয়াম স্কুল

দেশের নতুন প্রজন্মের জন্য আন্তর্জাতিক মানের শিক্ষা আবশ্যক। এজন্য আন্তর্জাতিক মানসম্পন্ন বিদ্যাপীঠের কোন বিকল্প নেই। সে লক্ষ্যেই ২০১১ সালে প্রতিষ্ঠিত হওয়া ‘কানাডিয়ান ট্রিলেনিয়াম স্কুল’ বাংলাদেশে প্রথম কানাডিয়ান শিক্ষা মন্ত্রণালয় সার্টিফাইড অত্যাধুনিক ইংলিশ মিডিয়াম স্কুল। শিক্ষা প্রতিষ্ঠানটিতে সম্পূর্ণ কানাডিয়ান কারিকুলাম অনুযায়ী সে দেশের শিক্ষকগণ পাঠদান করে থাকেন। ইংরেজী মাধ্যমে পড়ানো এই প্রতিষ্ঠানটিতে বর্তমানে বিশ্বের ২০টি দেশের শিক্ষার্থী পড়াশোনা করছে। সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠানটি এক বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে উদযাপন করল তাদের ৩য় ব্যাচের গ্র্যাজুয়েটদের সমাবর্তন অনুষ্ঠান। হোটেল রেডিসনের ব্লু’ ওয়াটার গার্ডেনে আয়োজিত জমকালো অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডিয়ান হাইকমিশনার মি. বেনওয়া পিয়ের ল্যারেমে। খ্যাতিমান আইনবিদ ব্যারিস্টার রফিকুল হক ছিলেন বিশেষ অতিথির আসনে। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে সদ্য গ্র্যাজুয়েট হওয়া শিক্ষার্থীদের উৎসাহিত করে বলেন, ‘এটা তোমাদের জন্য অত্যন্ত সম্মানের যে, তোমরা আজ সফলতার সঙ্গে বিশ্বব্যাপী স্বীকৃত একটি অন্তর্জাতিকমানের কানাডিয়ান ডিগ্রী আর্জন করলে। কারণ কানাডিয়ান শিক্ষার মান এখন সারা বিশ্বে সর্বোচ্চ সারিতে অধিষ্ঠিত। কানাডিয়ান ট্রিলেনিয়াম স্কুলে বর্তমানে প্রি-কিন্ডারগার্টেন থেকে গ্রেড ১২ পর্যন্ত শিক্ষার্থী ভর্তি চলছে। পাশাপাশি ‘কানাডিয়ান হাইস্কুল ডিপ্লোমা’ও করা যায় এখানে। এখানে শিক্ষার্থীদের মধ্যে লিডারশিপ গড়ে তোলা এবং তাদের সৃষ্টিশীল মনোভাব বিকাশের লক্ষ্যে কো-কারিকুলার একটিভিটি এবং বিভিন্ন সেলফ এ্যসেসমেন্টে অংশগ্রহণ করা অবশ্যক। তাই শিক্ষার্থীরা হয়ে ওঠে আত্মবিশ্বাসী, সহিষ্ণু, সৃজনশীল এবং দায়িত্ববান। আসন স্বল্পতা দূর করতে গত বছর থেকে স্কুল কর্তৃপক্ষ খিলগাঁও-এ তাদের দ্বিতীয় শাখা উদ্বোধন করেছেন। স্কুলটির বৈশিষ্ট্য : বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা; প্রি-কিন্ডারগার্টেন থেকে গ্রেড ১২ পর্যন্ত কানাডিয়ান শিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত বাংলাদেশের একমাত্র পূর্ণাঙ্গ সার্টিফাইড স্কুল; সম্পূর্ণ কানাডিয়ান পরিবেশ, যেখানে প্রিন্সিপাল এবং শিক্ষক সবাই কানাডিয়ান এবং যারা কানাডিয়ান এডুকেশন বোর্ড সার্টিফাইড; সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন কম্পিউটার ল্যাব; সুশৃঙ্খল পরিবেশ ও সার্বক্ষণিক নিরাপত্তা ব্যাবস্থা; শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণীকক্ষ এবং নিজস্ব যানবাহন, সমৃদ্ধ লাইব্রেরী ও সাইন্স ল্যাবরেটরি। শিক্ষা প্রতিষ্ঠানটি নিয়ে আশাবাদী এর প্রিন্সিপাল মিঃ ডব্লিউ. টি. হারগ্রীভ্স। তিনি জানালেন, ‘বাংলাদেশে বিশ্বমানের অনন্য এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপালের দায়িত্ব পালন করতে পেরে আমি গর্বিত। যোগাযোগ: বাসা# ৫বি, মালিবাগ চৌধুুরীপাড়া, ঢাকা। ফোন# ০১৭৬২১২১৯৫৯, ০১৮১৯২৫৩৭৯৬। মাঈন উদ্দিন
×