ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বিএনপির সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে- মওদুদ

প্রকাশিত: ০৪:৩৬, ২০ আগস্ট ২০১৭

 বিএনপির সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে- মওদুদ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সমান সুযোগ প্রাপ্তির ক্ষেত্রে বিএনপির সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে হলে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘ডেমোক্রেটিক কাউন্সিল’ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। রায় নিয়ে দেনদরবার আদালত অবমাননার শামিল- গয়েশ্বর ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে বিচারপতির সঙ্গে আইনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দেনদরবার আদালত অবমাননার শামিল বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার দুপুরে রাজধানীর ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশন মিলনায়তনে জাগপা ঢাকা মহানগর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন
×