ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্টামফোর্ড ভার্সিটিতে জাতীয় শোক দিবস পালন

প্রকাশিত: ০৫:১৭, ১৯ আগস্ট ২০১৭

স্টামফোর্ড ভার্সিটিতে জাতীয় শোক দিবস পালন

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদ্যাপন করা হয়। এ উপলক্ষে সকাল সাড়ে ৭টায় স্টামফোর্ডের ধানম-ি এবং সিদ্ধেশ্বরী উভয় ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত করেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর মুহাম্মাদ আলী নকী এবং ধানম-ি ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত করেন ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর লুৎফুর রহমান। এ সময় উপস্থিত ছিলেনÑ ইউনিভার্সিটির রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের শিক্ষক, প্রক্টর, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ উপলক্ষে দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় বুধবার বিকেলে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স রুমে জাতীয় শোক দিবস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে জাতির জনক ও তাঁর পরিবারের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হান্নান চৌধুরী। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেনÑ প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার একেএম আশরাফুল হক, রেজিস্ট্রার আবুল কাশেম মোল্লা, স্কুল অব বিজনেসের ডিন, প্রফেসর ড. এএইচএম হাবিবুর রহমান, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন, প্রফেসর শেখ মোঃ হাসানুজ্জামান এবং স্কুল অব বায়োলজিক্যাল সায়েন্সের ডিন, প্রফেসর ড. এজেএম ওমর ফারুক। বিজ্ঞপ্তি
×