ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ

কর্ণফুলী উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত

প্রকাশিত: ০৫:১৮, ১৭ আগস্ট ২০১৭

কর্ণফুলী উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম, ১৬ আগস্ট ॥ প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে কর্ণফুলী উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। বুধবার দুপুরে নির্বাচন কমিশন থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করা হয়। ফলে আগামী ২০ আগস্ট অনুষ্ঠিতব্য কর্ণফুলী উপজেলা পরিষদের নির্বাচন আর হচ্ছে না। তবে প্রাকৃতিক দুর্যোগ অনুকূলে এলে পুনরায় নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। নির্বাচনের সহকারী রির্টানিং অফিসার ও পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ছৈয়দ আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, দেশব্যাপী প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে কর্ণফুলী উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। বাল্যবিয়ে রোধে সভা নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১৬ আগস্ট ॥ মাদক, যৌন হয়রানি ও বাল্যবিয়ে প্রতিরোধে পুলিশ প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময় সভা বুধবার দুপুরে রংপুর কমিউনিট পুলিশ হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেনÑ রংপুরের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, বিশেষ অতিথি ছিলেন, পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ ডক্টর প্রফেসর জালাল উদ্দিন আকবর। পুলিশ সুপার মিজানুর রহমানের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য দেনÑ অধ্যক্ষ ফরহাদ বেন্জু, শিক্ষার্থীদের মধ্যে রাফায়েল নাজিম, রেজেকা হক প্রমুখ।
×