ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

গাজীপুরে অবস্থান কর্মসূচীতে হামলা ॥ পুলিশসহ আহত ১০

প্রকাশিত: ০৫:১৩, ১৭ আগস্ট ২০১৭

গাজীপুরে অবস্থান কর্মসূচীতে হামলা ॥ পুলিশসহ  আহত ১০

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকদের অবস্থান কর্মসূচীর ওপর বুধবার কারখানা কর্তৃপক্ষের লোকজন হামলা চালিয়েছে। এতে শিল্প পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক(এসআই),শ্রমিক সংগঠনের নেতাকর্মীসহ ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল হতে কারখানা কর্র্তৃপক্ষের ৩ জনকে আটক করেছে। জানা যায়, কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকায় হ্যাসং বিডি লিমিটেড পোশাক কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের কোন পাওনা পরিশোধ ছাড়াই এপ্রিল মাসের ২শ’ ১৮ শ্রমিককে ছাঁটাই করে। পরে ছাঁটাইকৃত শ্রমিকরা আন্দোলন করলে কর্তৃপক্ষ কলকারখানা অধিদফতর, কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে বার বার শ্রমিকদের বকেয়া পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে বন্ধ করে। সর্বশেষ বুধবার সকাল থেকে ছাঁটাইকৃত শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী বকেয়া পরিশোধের দাবিতে কারখানার সামনে ঝাড়ু মিছিলসহ শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী শুরু করে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা। এক পর্যায়ে দুপুরের দিকে কারখানা কর্তৃপক্ষের লোকজন কর্মসূচীর ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় পুলিশসহ ১০ জন আহত হয়।
×