ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আগুন ॥ ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা

প্রকাশিত: ০৫:০৮, ১৭ আগস্ট ২০১৭

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আগুন ॥ ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর পাঁচলাইশ থানার কাপাসগোলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কে বা কারা পেট্রোল ছিটিয়ে আগুন দিয়েছে। পুড়িয়ে দেয়া হয়েছে শোক দিবসে শ্রদ্ধা জানানো একটি পুষ্পস্তবকও। বুধবার ভোরে এ ঘটনা ঘটে। ভিডিও ফুটেছে শনাক্তকরণের মাধ্যমে দুষ্কৃতকারীদের ধরার চেষ্টা করছে পুলিশ। স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, বছরখানেক আগে সেখানে স্থাপন করা হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতি। পাশাপাশি রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও। জাতীয় শোক দিবসে সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাও নিবেদন করা হয়। কিন্তু রাতের আঁধারে সে প্রতিকৃতিতে পেট্রোল ছিটিয়ে তা বিনষ্ট করার অপচেষ্টা করে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতকারীরা। পুলিশ জানান, খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ কাজ করেছে তা এখনও শনাক্ত করা যায়নি। তবে আশপাশের বিভিন্ন ভবনে স্থাপিত ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো দেখে শনাক্ত করে দুষ্কৃতকারীদের গ্রেফতার করা হবে।
×