ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

হস্তান্তরের আগেই সড়কে ধস

প্রকাশিত: ০৪:৫২, ১৭ আগস্ট ২০১৭

হস্তান্তরের আগেই সড়কে ধস

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১৬ আগস্ট ॥ নাগরপুর-মির্জাপুর ও মোকনা সড়কের ৮ কিলোমিটার রাস্তার মেরামতের কাজ সম্পন্ন হয়েছে মাস খানেক আগে। এখনও এ রাস্তায় আনুষ্ঠানিকভাবে যান চলাচল শুরুই হয়নি। এরই মধ্যে করা সড়কের বিভিন্ন স্থান ধসে গেছে। কোন কোন স্থানের কার্পেটিংও উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। নাগরপুর-মির্জাপুর ও মোকনা সড়কের কেদারপুরের ধলেশ্বরী নদীর ওপর শেখ হাসিনা ব্রিজ নির্মিত হওয়ার ফলে ব্যস্ততা বেড়ে গেছে এ সড়কের। জানা গেছে, এ সড়কের গুরুত্ব বিবেচনা করে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতর ১০ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে ব্রিজ পর্যন্ত ৮ কিমি রাস্তার মেরামত ও প্রশস্তকরণের সিদ্ধান্ত নেয়সে অনুযায়ী টেন্ডার আহ্বান করলে তা বাস্তবায়নের কাজ পায় মেসার্স কোহিনুর এন্টারপ্রাইজ। ২০১৬ সালের আগস্টে কাজ শেষ হওয়ার কথা থাকলেও সময় বাড়িয়ে চলতি বছরের জুন মাসের শেষদিকে কাজটি সম্পন্ন হয়। সড়কটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার কথা থাকলেও তা এখনও হয়নি। ফাঁকা সড়কে শুধু ব্যাটারিচালিত অটোরিক্সা চলাচল করে। এরই মধ্যে সড়কের বিভিন্ন অংশে ফাটল দেখা দেয়। গত কয়েকদিনে ওই স্থানগুলো ধসে পড়তে শুরু করেছে। ৮ কিমি সড়কের পাশ দিয়ে কোন পানি প্রবাহের ব্যবস্থা রাখা হয়নি। কিন্তু পানি প্রবাহের কারণে রাস্তার অনেক অংশ ধসে গেলে সেখানে দায়সারাভাবে পানি প্রবাহের ড্রেন নির্মাণ করা হয়। কাজ নিম্নমানের হওয়ায় নির্মিত ড্রেন অল্প দিনে ধসে গেছে। এ পরিস্থিতিতে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা বালুর বস্তা ও মাটি দিয়ে তা সংস্কারের চেষ্টা করছে। যা অল্প বৃষ্টিতেই ধসে যেতে পারে। এ সড়ক দিয়ে চলাচলকারীরা জানান, নবনির্মিত সড়কের কাজের মান অত্যন্ত নিম্নমানের। যে কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। গুরুত্বপূর্ণ এরকম একটি সড়কের নির্মাণকাজে নামমাত্র রোলিং করা হয়েছে। যথাযথভাবে রোলিং না করায় এখন সড়কটি ভাঙ্গার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাছাড়া বৃষ্টির মধ্যে করা হয়েছে কার্পেটিংয়ের কাজ। যে কারণে তা স্থায়ী হচ্ছে না। ভিটি বালুর পরিবর্তে ব্যবহার করা হয়েছে মাটি। ফলে অল্প বৃষ্টিতেই সড়কের মাটি ধসে পড়ছে।নাগরপুর উপজেলা নির্বাহী প্রকৌশলী এটিএম রবিউল ইসলাম বলেন, সড়কের কাজটি আমরা চূড়ান্তভাবে এখনও বুঝে নেইনি। নির্মাণকাজে কোন ত্রুটি থাকলে ঠিকাদারি প্রতিষ্ঠান তা ঠিক করে দিতে বাধ্য থাকবে। ভারি বৃষ্টিপাতের কারণে নবনির্মিত সড়কের কয়েকটি স্থানে ধসে পড়ার কথা শুনেছি। ঠিকাদারি প্রতিষ্ঠানকে ধসে পড়ার স্থান মেরামতের নির্দেশ দেয়া হয়েছে।
×