ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মালির জাতিসংঘ ঘাঁটিতে জঙ্গী হামলায় নিহত ৯

প্রকাশিত: ০৩:৩৭, ১৬ আগস্ট ২০১৭

মালির জাতিসংঘ ঘাঁটিতে জঙ্গী হামলায় নিহত ৯

মালির জাতিসংঘের দুটি ঘাঁটিতে সোমবার সর্বশেষ জঙ্গী হামলায় ৯ জন নিহত হয়েছে। এএফপি। মালির জাতিসংঘ মিশন থেকে এক বিবৃতিতে বলা হয়, দেশটির মধ্যাঞ্চলীয় মোপতির দৌয়েন্তজায় ভোরে এক হামলায় শান্তিরক্ষী বাহিনীর ওই সদস্য ও মালির একজন সৈন্য নিহত হন। জাতিসংঘ জানায়, নিহতদের একজন শান্তিরক্ষী বাহিনীর সদস্য, একজন মালির সৈনিক, ছয়জন মালির নিরাপত্তাকর্মী ও একজন ঠিকাদার। পৃথক এক বিবৃতিতে জাতিসংঘ আরও জানায়, বন্দুক ও গ্রেনেড নিয়ে ছয় জঙ্গী মালির উত্তরপশ্চিমাঞ্চলে তিম্বুকতুর জাতিসংঘ মিশনের শিবিরের প্রবেশ পথে হামলা চালায়। এ সময় তারা জাতিসংঘের নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে গুলি চালায়। এতে পাঁচ নিরাপত্তা রক্ষী, এক পুলিশ ও একজন বেসামরিক ঠিকাদার নিহত হন। ঠিকাদারের পরিচয় জানা যায়নি। জাতিসংঘের একটি সূত্র জানিয়েছে, এই ঘটনায় ছয় রক্ষী নিহত হয়েছে। অন্যদিকে মালির তিম্বুকতুতে ছয় জন ও দৌয়েন্তজায় দুই সন্দেহভাজন জিহাদী নিহত হয়েছে। প্যারিসে গাড়ি চাপায় কিশোরী নিহত ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি পিৎজা রেস্তরাঁর বাইরে সোমবার রাতে গাড়ি চাপায় এক কিশোরী নিহত হয়েছে। তদন্ত কর্মকর্তারা এই ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের সম্পৃক্ততা নাকচ করে দিয়ে জানিয়েছেন, এক যুবক গাড়ি চালিয়ে আত্মহত্যা করতে চাইছিল। ফ্রান্সে সৈন্যদের ওপর এক সন্ত্রাসী গাড়ি হামলার মাত্র পাঁচদিন পর সর্বশেষ ঘটনাটি ঘটল। এএফপি। ২০১৫ সালের গোড়া থেকে ফ্রান্সে সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে। প্যারিস থেকে ৫৫ কিলোমিটার পূর্বে স্পেট-শর্টস শহরে সোমবার রাতে এই ঘটনা ঘটে। এর সঙ্গে সম্পৃক্ত অভিযোগে যে লোকটিকে গ্রেফতার করা হয়েছে তিনি রবিবার আত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে আবারও সে চেষ্টা করেন বলে জানিয়েছে একটি সূত্র। মেয়াঙ শহরের সরকারী কৌঁসুলির অফিসও এই ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের অভিযোগ নাকচ করে দিয়েছে।
×