ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ফেসবুকে চিশতীর বিরুদ্ধে মিথ্যাচার ॥ গ্রেফতার ১

প্রকাশিত: ০৩:৫৯, ১৫ আগস্ট ২০১৭

ফেসবুকে চিশতীর  বিরুদ্ধে মিথ্যাচার ॥ গ্রেফতার ১

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ১৪ আগস্ট ॥ বকশীগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মিথ্যাচার করায় গোলাম রব্বানী নাদিম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বকশীগঞ্জ পৌর শহরের মধ্যবাজার এলাকা থেকে সোমবার দুপুরে পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়। জানা গেছে, একাধিক মামলার আসামি গোলাম রব্বানী নাদিম বেশ কিছুদিন ধরে ভুয়া ফেসবুক আইডি খুলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের তথ্য ও গবেষণা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট শিল্পপতি মাহবুবুল হক বাবুল চিশতী ও বকশীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিনসহ সকল মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে নানা আপত্তিকর মন্তব্য করে আসছিল। এ ঘটনায় রবিবার রাতে ধানুয়া কামালপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি অভিযোগ করেন। গোলাম রব্বানী নাদিম সোমবার সকালে তার ফেসবুক আইডিতে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে লেখা আপত্তিকর কথাবার্তার একটি পোস্ট শেয়ার করে। এ ঘটনার পরেই পুলিশ তাকে গ্রেফতার করে।
×