ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

আদালতের রায় নিয়ে সরকারের আচরণের প্রতিক্রিয়া হবে ভয়াবহ ॥ মওদুদ

প্রকাশিত: ০৭:৫৪, ১৪ আগস্ট ২০১৭

আদালতের রায় নিয়ে সরকারের আচরণের প্রতিক্রিয়া হবে ভয়াবহ ॥ মওদুদ

স্টাফ রিপোর্টার ॥ সরকারকে উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, দেশের বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা আপনাদের দায়িত্ব। কিন্তু আপনারা আদালতে দেয়া সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর যে প্রতিক্রিয়া দেখাচ্ছেন তাতে মনে হয় বিচার বিভাগের স্বাধীনতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। সরকারের এ আচরণের প্রতিক্রিয়া হবে ভয়াবহ। রবিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে ‘অর্পণ বাংলাদেশ’ নামক একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে উদ্দেশ করে ব্যারিস্টার মওদুদ বলেন, তার লজ্জা হওয়া উচিত। তার নৈতিকতা নিয়ে আমি প্রশ্ন তুলতে চাই। তিনি ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় দেয়ার সময়, জাতীয় স্বার্থে দুই দফা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কথা বলেছিলেন। কিন্তু তিনি অবসরে যাওয়ার ১৬ মাস পর যে রায় দিয়েছিলেন সেখানে দুই দফা নিরপেক্ষ নির্বাচনের কথা বাদ দিয়েছিলেন। সেখানে কি বিবেকে বাধেনি? এটা কোন ধরনের নৈতিকতা? আপনি খায়রুল হক সুপ্রীম জুডিসিয়াল কাউন্সিলের সমালোচনা করেছেন। কিন্তু এটা তো আপনি বাদ দিতে পারতেন। সংবিধানের পঞ্চোদশ সংশোধনীর সময় এই কথা বাদ দিতে পারতেন। তা তো করেননি। ব্যারিস্টার মওদুদ বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের পর সরকার যে প্রতিক্রিয়া দেখাচ্ছে তাতে লাভ হবে না। এতে তারা জয়ী হতে পারবেন না। জনগণই জয়ী হবে। এতে সরকারের পতন ত্বরান্বিত হবে।
×