ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বর্ণবাদী সহিংসতায় রক্তাক্ত ভার্জিনিয়া

প্রকাশিত: ০৫:১১, ১৪ আগস্ট ২০১৭

বর্ণবাদী সহিংসতায় রক্তাক্ত ভার্জিনিয়া

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের শার্লোটসভিল শহরে চরম ডানপন্থী শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী আর বর্ণবাদ বিরোধীদের মধ্যে ব্যাপক সহিসংতার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত একজন নারী নিহত ও বহু লোক আহত হওয়ার খবর পওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উভয়পক্ষের ওপর টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ। এছাড়া ঘটনাস্থল থেকে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। যে কোন অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে ভার্জিনিয়ার জরুরী অবস্থা জারি করেছেন গবর্নর টেরি ম্যাকুলিফ। এরপর তিনি বলেন, ডানপন্থী শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের প্রতি আমার বার্তা হচ্ছে, তোমরা ঘরে ফিরে যাও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘটনার জন্য উগ্রপন্থীদের দায়ী করেছেন। তবে প্রথমে এ ঘটনার উষ্ণ সমালোচনা করে ঘরে বাইরে কঠোর সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। খবর এএফপি, বিবিসি ও সিএনএন অবলম্বনে। স্থানীয় সময় শুক্রবার সকালের দিকে কনফেডারেশন পতাকা, বর্ম ও হেলমেট পড়ে একটি মিছিল বের করে চরম ডানপন্থী শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীরা। এদের মধ্যে নব্য নাৎসি ও -ক্লানের সদস্যরা রয়েছে। ক্লু, কøাস্ক-ক্লানের নেতা ট্রাম্পকে সমালোচনা করে বলেন, আপনি (ট্রাম্প) মনে রাখবেন যে আপনি স্বেতাঙ্গদের ভোটে প্রেসিডেন্ট হয়েছেন। তাই আপনাকে আমাদের কথা মনে রাখতে হবে। শনিবার দুপক্ষের মধ্যে কয়েক ঘণ্টা ধরে সংঘর্ষ চলার পর উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় পার্কটি থেকে বিরোধীদের ভিড়ে একটি চলন্ত গাড়ি ঢুকিয়ে দেয়া হয়। এতে ৩২ বছর বয়সী এক নারী নিহত হয়। রূপালী রঙের সেডান গাড়িটি দ্রুতবেগে ভিড়ের মধ্যে ঢুকে আবার যে পথ ধরে এসেছিল সেদিক দিয়েই পিছিয়ে দ্রুতবেগে চলে যায়। সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে গাড়ির ধাক্কায় উড়ে গিয়ে পড়েন কয়েকজন। সেখান থেকে আহত ২০ জনকে ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া হেলথ সিস্টেমসে নেয়া হয়। তাদেরই একজনের মৃত্যু হয়েছে বলে হাসপাতালের একজন মুখপাত্র জানান। গাড়ির আঘাতে আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা সঙ্কটজনক এবং চারজনের আঘাত গুরুতর। তবে এসব সমাবেশের জন্য কোন অনুমতি নেয়া হয়নি বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ওই ড্রাইভারকে গ্রেফতার করেছে। জেমস ফিল্ড নামের এ ড্রাইভার ওহিওর বাসিন্দা। আমেরিকার গৃহযুদ্ধের সময়কার জেনারেল রবার্ট ই লির একটি ভাস্কর্য সরিয়ে নেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ওই মিছিলের আয়োজন করে ডানপন্থীরা। ১৮৬১-৬৫ সালের গৃহযুদ্ধে দাসত্ব প্রথার পক্ষে লড়াইকারী কনফেডারেট বাহিনী পরিচালনা করেন জেনারেল লি। শুক্রবার বর্ণবাদ বিরোধী সংগঠনগুলোও এ সময় আলাদা মিছিল বের করে। একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। শহরের অনেক রাস্তায় সহিংসতা ছড়িয়ে পড়ে। খবরে বলা হয়েছে, উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে একপক্ষ অন্য পক্ষের ওপর বোতল ও ছোট পাথর ছুড়ে মারে। প্রতিপক্ষকে ঘায়েল করতে মরিচের গুঁড়া ছিটানো হয়। এ সময় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। স্থানীয় সময় শনিবারও (বাংলাদেশ সময় রবিবার) ভার্জিনিয়ার বিভিন্ন শহরে উভয়পক্ষের মধ্যে সহিংস দাঙ্গার খবর পাওয়া গেছে। এসব জায়গায় দাঙ্গা পুলিশ ও জাতীয়রক্ষী বাহিনী মোতায়েন করা হয়েছে। এ সহিংসতার নিন্দা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি টুইটার বার্তায় বলেছেন, আমাদের সবার ঐক্যবদ্ধভাবে সব ধরনের বিদ্বেষের বিরুদ্ধে দাঁড়ানো উচিত। আমেরিকায় এ রকম সহিংসতার কোন জায়গা নেই। খবরে বলা হয়েছে শার্লোটসভিল একটি উদারপন্থী শহর হিসেবে পরিচিত। গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এ শহরের ৮৬ শতাংশ ভোট পান হিলারি ক্লিনটন। তবে এখানকার কাউন্সিল কর্তৃপক্ষ জেনারেল লির ভাস্কর্য সরানোর সিদ্ধান্ত নেয়ার পর পর, শহরটি শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের লক্ষ্য হয়ে ওঠে। মার্কিন এ্যাটর্নি জেনারেল জেফ সেশনস ভার্জিনিয়ায় শনিবারের গাড়ি চাপার ঘটনার নিন্দা জানিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘটনায় উষ্ণ প্রতিক্রিয়া ব্যক্ত করে তীব্র সমালোচনার সম্মুখীন হওয়ার পর সেশনস এ নিন্দা জানালেন। দেশের শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তা সেশনস বলেন, শার্লোটসভিলে সহিংসতা ও মৃত্যুর ঘটনাটি আমেরিকার আইন ও বিচারের কেন্দ্রবিন্দুতে আঘাত হেনেছে।’ তিনি আরও বলেন, ‘জাতিগত গোঁড়ামি ও ঘৃণা থেকে করা এ ধরনের ঘটনা আমাদের মূল্যবোধের সঙ্গে বিশ্বাসঘাতকতা, এ ধরনের ঘটনাকে কিছুতেই সহ্য করা হবে না।’ ফেডারেল তদন্ত কর্মকর্তারা এ ঘটনার তদন্ত শুরু করেছেন।
×