ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

কল্পবিজ্ঞান নয়... বাস্তব

প্রকাশিত: ০৫:০৬, ১৪ আগস্ট ২০১৭

কল্পবিজ্ঞান নয়... বাস্তব

তথ্যপ্রযুক্তির এই যুগে স্মার্টফোন ছাড়া যেন আমাদের একটি দিনও চলতে চায় না। তবে এখন স্মার্টফোনে কোন কাজ করার জন্য আর স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে হবে না। উল্টো স্ক্রিনই ভেসে উঠবে আপনার চোখের সামনে। এটিকে কল্পবিজ্ঞানের গল্প মনে হচ্ছে তাই না? তবে বাস্তবেই এমনটা ঘটতে চলছে। এ কল্পবিজ্ঞানকে বাস্তবে রূপ দিয়েছে মার্কিন মুলুকের প্রখ্যাত ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান ‘রেড’। ফোনটির নাম হাইড্রোজেন ওয়ান। সম্প্রতি কোম্পানিটির ওয়েব পেজে প্রকাশিত হয়েছে হাইড্রোজেন ওয়ান-এর ছবি ও নানা ফিচার। ফোনটিতে রয়েছে ৫ দশমিক ৭ ইঞ্চির হাইড্রোজেন হলোগ্রাফিক ডিসপ্লে। ফলে চোখের সামনেই ভেসে উঠবে মোবাইলের পর্দা। এ ছাড়া ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে ন্যানো-প্রযুক্তি। ফলে দ্বিমাত্রিক ভিডিওগুলো সহজেই হলোগ্রাফিক মাল্টিভিউ বা ত্রিমাত্রিক দৃশ্যে রূপান্তর করা যাবে। গেম পাগলদের জন্য ফোনটি দিচ্ছে বিশেষ সুবিধা। এতে টুডি, থ্রিডি, হলোগ্রাফিক রেড হাইড্রোজেন ফোর ভিউ, এআর, ভিআর, এমআর ও ইন্টারএ্যাকটিভ গেমগুলো খেলা যাবে অনায়াসে। কোন হেডফোন বা বিশেষ ধরনের গ্লাস ছাড়াই উপভোগ করা যাবে ভিডিও ও গেমস। দুর্দান্ত ভিডিওর সঙ্গে যেন মানানসই শব্দ পাওয়া যায়, এ জন্য স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে বিশেষ ধরনের এ্যালগোরিদম যা স্টেরিও শব্দগুলোকে পরিণত করবে বহুমাত্রিক শব্দে। প্রাথমিকভাবে ফোনটির দুটি সংস্করণ বাজারে ছাড়বে রেড। একটি টাইটেনিয়াম, অন্যটি এ্যালুমিনিয়ামের তৈরি। ফোন দুটির দাম ধরা হয়েছে এক হাজার ৫৯৫ ও এক হাজার ১৯৫ মার্কিন ডলার। মার্কিনীরা ফোনটির জন্য রেডের বিক্রয় কেন্দ্রে অগ্রিম বুকিং দিয়ে রাখছে। অবশ্য রেড কর্তৃপক্ষ গ্রাহকদের ২০১৮ সাল পর্যন্ত ধৈর্য ধরার অনুরোধ করেছে। -দ্যা ভার্জ অবলম্বনে।
×