ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আমতলীতে টর্নেডো ॥ অর্ধশতাধিক ঘর ক্ষতিগ্রস্ত

প্রকাশিত: ০৪:১৫, ১৩ আগস্ট ২০১৭

আমতলীতে টর্নেডো ॥ অর্ধশতাধিক ঘর ক্ষতিগ্রস্ত

নিজস্ব সংবাদদাতা, আমতলী (বরগুনা), ১২ আগস্ট ॥ আমতলী উপজেলার পৌর শহরসহ বিভিন্ন এলাকায় শনিবার দুপুরে টর্নেডোতে শিক্ষা, ব্যবসা প্রতিষ্ঠানসহ অর্ধশতাধিক ঘর ক্ষতিগ্রস্ত ও সহস্ত্রীধিক গাছ উপড়ে পড়েছে। এছাড়া পৌর শহরের বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুটি ভেঙ্গে তাঁর ছিড়ে বিদ্যুত সরবরাহ বন্ধ রয়েছে। জানাগেছে, আমতলী পৌর শহরের উপর দিয়ে শনিবার দুপুর ২ টা ৪০ মিনিটের সময় আকর্ষিক টর্নেডো আঘাত হানে। এ টর্নেডোর স্থায়িত্ব ছিল ২ মিনিট। মুহুর্তের দমকা ঝড়ো হাওয়ার সাথে টর্নেডো আঘাতে আমতলী পৌর শহরের আমতলী সরকারী একে মডেল পাইলট হাই স্কুল,প্রেস ক্লাব, পুরাতন হাসপাতালের চতুর্থ শ্রেনীর কোয়াটার, হারুন-অর-রশিদ, মাহমুদুর রহমান খান, মুকুল চন্দ্র রায়, পরিতোষ চন্দ্র রায়,এ্যাডভোকেট আবদুর রশিদ, সেকান্দার আলী,আবুল, ছালেহিয়া লাইব্রেরী ও সাইমুন কসমেটিক্সসহ অর্ধশতাধিক ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পৌর শহরের ওয়ারদা,একে স্কুল. পল্লবী, নয়াবেঙ্গলী, লোচাসহ বিভিন্ন এলাকার সহ¯্রাধিক গাছপালা উপড়ে পড়েছে। ভেঙ্গে গেছে পল্লবী, একে স্কুল রোড, ব্র্যাক অফিস, পৌরসভা কার্যালয়ের পিছন, চরপাড়া ও নয়াবেঙ্গলীর ৬ টি বৈদ্যুতিক খুটি। বৈদ্যুতিক তাঁর ছিড়ে পৌর শহরের বিদ্যুত সরবরাহ বন্ধ হয়ে গেছে।
×