ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে হাউজিং ব্যবসায়ী খুন, দুর্ঘটনায় ৪ জন নিহত

প্রকাশিত: ০৫:৪৩, ১১ আগস্ট ২০১৭

রাজধানীতে হাউজিং ব্যবসায়ী খুন, দুর্ঘটনায় ৪ জন নিহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মোহাম্মদপুরে এক হাউজিং ব্যবসায়ী খুন হয়েছেন। এদিকে পৃথক ট্রেন ও সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। এ ছাড়া হাতিরঝিলে বাসের ধাক্কায় একটি প্রাইভেটকার দুমড়ে-মুুুুচড়ে যায়। এতে তিনজন আহত হয়েছে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর মোহাম্মদপুরে মোঃ তৌসির (২৮) নামে এক হাউজিং ব্যবসায়ীকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত তৌসিরের আত্মীয় আরিফ ও ইমন জানান, তৌসির মোহাম্মদপুরে বসিলা রোডের চাঁন মিয়া হাউজিংয়ের উদ্যান এলাকার বাসিন্দা। হাউজিং ব্যবসার সঙ্গে জড়িত। তারা জানান, বুধবার রাত দেড়টার দিকে শাহ জালাল হাউজিং এলাকার স্থানীয় জাকির, শাহিন, ফিরোজ ও সোলেমানসহ ৮-৯ জন তৌসিরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। রাত সাড়ে তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে কি কারণে তৌসিরকে হত্যা করা হয়েছে তা তারা জানাতে পারেনি। তারা জানায়, সন্ধ্যায় ওই এলাকায় একটি মারামারির ঘটনা ঘটে। এতে তৌসির পরিচিত গার্মেন্টস কর্মী উজ্জ্বল (১৯) নামের এক যুবক আহত হয়ে ঢামেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেয়। এ ঘটনার জের ধরে তৌসিরকে হত্যা করা হয়ে থাকতে পারে। মোহাম্মদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ হাফিজুর রহমান জানান, কেবল টিভির ব্যবসায় থাকা একটি গ্রুপের সঙ্গে তৌসির কাজ করত। ওই ব্যবসায় বিরোধের জেরেই তাকে খুন করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা জানান, ওই এলাকার ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তৌসিরকে ছুরি মেরে পালিয়ে যায়। ইন্সপেক্টর (তদন্ত) হাফিজুর রহমান জানান, হত্যাকারীদের নাম-পরিচয় পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তিনি তা প্রকাশ করেননি। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, বৃহস্পতিবার বিকেলে ঢামেক মর্গে তৌসিরের মরদেহ ময়নাতদন্ত শেষে তার বড় ভাই নাসির তার লাশ গ্রহণ করেন। ট্রেন ও সড়ক দুর্ঘটনায় চারজন নিহত রাজধানীতে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে তাদের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পুুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার গভীর রাতে উত্তরা ১ নম্বর সেক্টর এলাকায় বাসের ধাক্কায় পিকআপ গাড়িতে থাকা হাবিবুর রহমান হাবু (১৩) নামের এক কিশোর শ্রমিক গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনেন তার চেনা-পরিচিত তাইজুল নামের এক ব্যক্তি। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের আত্মীয় তাইজুল জানান, হাবু তুরাগ এলাকায় থাকত। সেখানে একটি জর্দা ফ্যাক্টরিতে কাজ করত। স্থানীয় এক লোকের পিকআপ গাড়িতে ঘুরতে বের হয় হাবু। উত্তরায় ১ নম্বর সেক্টরে একটি যাত্রীবাহী বাস ওই পিকআপ গাড়িকে ধাক্কা দিলে হাবু গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিক্যালে আনলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এদিকে একই সময় শাহআলী মাজারের সামনে রাস্তা পারাপারের সময় একটি বালুবোঝাই ট্রাক চাপা পড়ে হাবিবুর রহমান হাবিব (৩০) নামে এক গামের্ন্টস শ্রমিক গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের প্রতিবেশী নাজমুল ইসলাম জানান, হাবীব শাহআলী নবাবেরবাগ এলাকায় থাকত। সাভার হেমায়েতপুরে একটি পোশাক কারখানায় কাজ করত। তিনি জানান, বুধবার রাত ১২টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন হাবিব। বাসার অদূরে শাহআলী মাজার রোডের সামনে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় একটি বালুবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে হাবিব গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে আনলে ডাক্তার মৃত ঘোষণা করেন। অপরদিকে বুধবার রাত ১টার দিকে বিমানবন্দর কাউলা ফ্লাইওভারের পূর্ব পাশের রাস্তা পার হচ্ছিলেন অজ্ঞাত (২৫) এক নারী। এ সময় গাড়িচাপায় তিনি গুরুতর আহত হন। বিমানবন্দর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর আলম জানান, কাউলা ফ্লাইওভার পূর্ব পাশের রাস্তায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পড়ে ছিল অজ্ঞাত ওই নারী। পরে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাত ২টার দিকে ঢামেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরনে সালোয়ার কামিজ ছিল। এছাড়া বৃহস্পতিবার সকালে রাজধানীর হাতিরঝিলে সরকারী এক মন্ত্রণালয়ের বাস একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে তিনজন আহত হয়েছেন। তাদের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান কর্তব্যরত চিকিৎসক। এ ব্যাপারে রামপুরা থানার এসআই দুলাল জানান, সকাল ৮টার দিকে হাতিরঝিলে মাইটিভি ভবনের পাশের সড়কে জন প্রশাসন মন্ত্রণালয়ের একটি বাস পেছন থেকে একটি প্রাইভেটকারকে (ঢাকা মেট্রো গ-১৪-৫৯৬৩) ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পরে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি বাইসাইকেলকে চাপা দেয়। ওই ঘটনায় বাইসাইকেল আরোহীসহ তিনজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক বাসটিকে আটক করেছে বলে জানান এসআই দুলাল। এদিকে বুধবার মধ্যরাতে রাজধানীর বিমানবন্দর এলাকায় ট্রেনে কাটা পড়ে এবাদউল্লাহ (৫৫) নামে এক সিএনজিচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মেঘনা উপজেলার বকসিকান্দা গ্রামে। তিনি মুগদা মানিকনগর এলাকায় ভাড়া থাকতেন। ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর জানান, বুধবার রাত ১টার দিকে এবাদুল্লাহ সিএনজি রেখে রেললাইনের ধারে প্রস্রাব করতে যায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি জানান, খবর পেয়ে ক্যান্টনমেন্ট ও বিমানবন্দর রেলস্টেশনের মধ্যবর্তীস্থানে রেললাইন থেকে রাত ২টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। বিকেলে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে এসআই আলী আকবর জানান।
×