ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাকার জলাবদ্ধতা দূর করতে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করুন ॥ বাপা

প্রকাশিত: ০৭:৪৯, ১০ আগস্ট ২০১৭

ঢাকার জলাবদ্ধতা দূর করতে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করুন ॥ বাপা

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার জলাবদ্ধতা দূর করতে সামগ্রিক এবং সমন্বিত পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা। এজন্য প্রয়োজনে সিটি কর্পোরেশনকে মূল দায়িত্ব অর্পণের পাশাপাশি ঢাকা ওয়াসার ড্রেনেজ ডিভিশনকে কারিগরি লোকবল ও বাজেটসহ সিটি কর্পোরেশনকে হস্তান্তর করারও আহ্বান জানান। প্রয়োজনে পানি উন্নয়ন বোর্ডের কারিগরি সহায়তা নেয়া যেতে পারে। একই সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে এ বিষয়ে উদ্যোগী ভূমিকা পালন করার আহ্বান জানান তারা। সংগঠনের পক্ষ থেকে বলা হয় একটি সময়নির্ভর, সার্বিকতাপূর্ণ ও সমন্বিত কর্মধারার ড্রেনেজ ও জল নিষ্কাশন মহাপরিকল্পনা প্রণয়ন করার আশু উদ্যোগ জরুরী হয়ে পড়েছে। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি গোলটেবিল কক্ষে ‘বারংবার জলজটে জনদুর্ভোগ ঃ প্রতিকারের উপায় কি?’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। বাপা’র সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে এ বিষয়ে মূল বক্তব্য তুলে ধরেন স্থপতি ইকবাল হাবিব। তিনি বলেন, সিটি কর্পোরেশন একটি নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকারী ব্যবস্থা। এ কারণে সিটি কর্পোরেশনকে মূল দায়িত্ব দিয়ে সময়নির্ভর ও সমন্বিতভাবে ড্রেনেজ ও পানি নিষ্কাশনের মহাপরিকল্পনা প্রণয়ন করতে হবে। চোখের সামনেই ২৫ বছর ধরে প্রাকৃতিক খালকে কালভার্ট বানানোর মহোৎসব চলেছে। ওয়াসা বলছে, জলাবদ্ধতায় তাদের কোন দায় নেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আকতার মাহমুদ বলেন, এবারের ঢাকা মহানগরীর জলাবদ্ধতা ও জনদুর্ভোগের ঘটনা সাধারণ জনগণসহ সকল মহলকে বিশেষভাবে নাড়া দিয়েছে। মাত্র ৪০ মি.মি বৃষ্টিতে যেভাবে ঢাকা মহানগরী ব্যাপক জলাবদ্ধতার কবলে পড়েছে, তা খুবই উদ্বেগের বিষয়। তিনি বলেন, ১৯৬২ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ঢাকা মহানগরীর ড্রেনেজ মাস্টার প্ল্যান নিয়ে ৫ বার স্টাডি হয়েছে, অনেক পরিকল্পনা হয়েছে। তবে এসবের বাস্তবায়ন হয়নি। ঢাকার জলাবদ্ধতা নিরসনে সামগ্রিক ও সমন্বিত পরিকল্পনা গ্রহণ জরুরী। এজন্য মহানগরীর বৃষ্টি পানি দ্রুত সরে যেতে নদী পথ পর্যন্ত ড্রেনেজের পুরো চ্যানেল যাতে বাধামুক্ত থাকে তা নিশ্চিত করা ও নিয়মিত তদারকি করতে হবে। ঢাকা মহানগরীর ৫০টি খালের মধ্যে প্রধান প্রধান খালগুলোকে পুনরুদ্ধার ও সংরক্ষণ করতে হবে। ঢাকা ওয়াসা, দুই সিটি কর্পোরেশন, পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসক কার্যালয়ের সমন্বয়ে একটি সমন্বিত ড্রেনেজ প্ল্যান প্রস্তুত ও বাস্তবায়নের আহ্বান জানান। সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয় ১৯৯৫ সালে প্রণীত ও গৃহীত ঢাকা মেট্রোপলিটন মাস্টার প্ল্যানের অধীনে মূল কাঠামো পরিকল্পনা ও স্বল্পমেয়াদী অঞ্চল পরিকল্পনা নীতিমালায় সুস্পষ্টভাবে ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) করা পর্যন্ত প্লাবনভূমি সংরক্ষণের কথা বলা হয়েছে। এতে আরও উল্লেখ করা হয় সমন্বয়হীনভাবে কাজ করার কারণে জনদুর্ভোগ বেড়েছে। এর জন্য টাকা খরচ হচ্ছে জনগণেরই।
×