ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কঠোর নিরাপত্তা

লাহোরের উদ্দেশে নওয়াজের মোটর শোভাযাত্রা

প্রকাশিত: ০৫:০৫, ১০ আগস্ট ২০১৭

লাহোরের উদ্দেশে নওয়াজের মোটর শোভাযাত্রা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বুধবার ইসলামাবাদের পাঞ্জাব হাউস ছেড়ে লাহোরের উদ্দেশে রওনা হন। বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী তাকে বিদায় জানাতে ইসলামাবাদের ডি-চকে উপস্থিত হয়। যাত্রা শুরুর আগে নওয়াজ দলের কয়েকজন সিনিয়র নেতার সঙ্গে বৈঠক করেন যাদের মধ্যে ছিলেন অস্থায়ী প্রধানমন্ত্রী খাকান আব্বাসি ও অর্থমন্ত্রী ইসহাক দার। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড দিয়ে নওয়াজের গাড়িবহর যাত্রা করে। এক্সপ্রেস ট্রিবিউন। অনেকটা ঝুঁকি নিয়েই গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরে নওয়াজের গাড়িবহর এগিয়ে যায়। মঙ্গলবার পাঞ্জাব হাউসে সাংবাদিকদের তিনি বলেন, পরিস্থিতি শান্ত হওয়ার জন্য আমি অপেক্ষা করতে পারব না। নিজ বাড়িতে যাওয়ার অধিকার আমার আছে। সোমবার রাতে লাহোরে বোমা বিস্ফোরণের পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। এই পরিপ্রেক্ষিতে নওয়াজের ছোট ভাই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফ, স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবাল এবং চৌধুরী নিসার আলী খান এবং তার ঘনিষ্ঠ অনেকে এ সফর বাতিল করার অনুরোধ করেছিলেন। কিন্তু নওয়াজ তাদের কারও কথাতেই কান দেননি। তিনি শেষ পর্যন্ত লাহোর গেলেনই। স্ত্রী বেগম কুলসুম নওয়াজ ও মেয়ে মরিয়মকে মঙ্গলবার লাহোরে পাঠিয়ে দেয়া হয়। ইসলামাবাদ থেকে গ্রান্ড ট্রাঙ্ক রোড দিয়ে লাহোর পৌঁছাতে চার-পাঁচ দিন সময় লেগে যেতে পারে। দীর্ঘ এ পথে নানা ঝুঁকি রয়েছে। প্রটোকল অনুযায়ী একজন সাবেক প্রধানমন্ত্রী যে নিরাপত্তা পান সেটি নওয়াজ পাচ্ছেন ঠিকই তবে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেরই এ বিষয়ে তার নিরাপত্তা নিয়ে নিশ্চিত হতে পারছেন না। নওয়াজ বলেছেন ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ইসলামাবাদে যেমন অবস্থান কর্মসূচী করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, তিনি সে রকম নৈরাজ্য সৃষ্টি করতে চান না। এদিকে বিরোধীরা নওয়াজের এই শোভাযাত্রাকে ‘বিচার বিভাগ বিরোধী’ আখ্যা দিয়েছে। সুপ্রীমকোর্ট নওয়াজকে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণার পর ২৮ জুলাই তিনি পদত্যাগ করেন। নিরাপত্তা নিয়ে উদ্বেগ সত্ত্বেও মঙ্গলবার ঠিক হয় মোটর শোভাযাত্রাটি হবে। তিন দিনের শোভাযাত্রায় নওয়াজের গাড়িবহর ঝিলাম ও গুজরানওয়ালাসহ কয়েকটি স্থানে যাত্রা বিরতি করবে।
×