ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

জহিরুল হক চুক্তিতে ফের আইন সচিব

প্রকাশিত: ০৫:৪১, ৮ আগস্ট ২০১৭

জহিরুল হক চুক্তিতে ফের আইন সচিব

স্টাফ রিপোর্টার ॥ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হককে রাষ্ট্রপতির অনুমোদনক্রমে তাঁর অবসর উত্তর ছুটি বাতিলের শর্তে ৭ আগস্ট ২০১৭ হতে ৭ আগস্ট ২০১৯ তারিখ পর্যন্ত দুই বছরের জন্য আইন ও বিচার বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। রবিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ১১২ বিচারকের পদোন্নতি ॥ বাংলাদেশ সুপ্রীমকোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সহকারী জজ/সমপর্যায়ের ১১২ জন কর্মকর্তাকে সিনিয়র সহকারী জজ/সমপর্যায়ের পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। পরিসংখ্যান কর্মকর্তা ৯ম গ্রেডে বাছাই পরীক্ষা, প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর পরিবর্তন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ‘পরিসংখ্যান কর্মকর্তা’ ৯ম গ্রেড পদের বাছাই এমসিকিউ টাইপ পরীক্ষা গ্রহণ সংক্রান্ত বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ২ আগস্টের ১৮৫ নং বিজ্ঞপ্তিতে কেন্দ্র নং-২ (আগারগাঁও, তালতলা সরকারী কলোনি উচ্চ বিদ্যালয় ও মহিলা কলেজ) এর বিপরীতে উল্লিখিত প্রার্থীদের রেজিঃ নম্বর ০০১২০১ থেকে ০০২৪৮২ এর পরিবর্তে রেজিঃ নম্বর ০০১২০১ থেকে ০০১৯৯০ এবং ২০০০০১ থেকে ৭০০০৯৯ পড়তে হবে। অন্য সকল বিষয় অপরিবর্তিত থাকবে। -বিজ্ঞপ্তি
×