ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

প্রকৌশল পণ্য রফতানিতে আয় ৬৮ কোটি ডলার

প্রকাশিত: ০৪:০৫, ৮ আগস্ট ২০১৭

প্রকৌশল পণ্য রফতানিতে আয় ৬৮ কোটি ডলার

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০১৬-১৭ অর্থবছরে প্রকৌশল খাতের পণ্য রফতানিতে আয় হয়েছে ৬৮ কোটি ৮৮ লাখ ৪০ হাজার মার্কিন ডলার বা প্রায় পাঁচ হাজার ৬২৫ কোটি টাকা, যা গত ২০১৫-১৬ অর্থবছরে এ খাতে রফতানি আয়ের তুলনায় ৩৫ দশমিক ০৫ শতাংশ বেশি। একই সঙ্গে সমাপ্ত অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে প্রকৌশল খাতের পণ্য রফতানি ১৭ দশমিক ৭৭ শতাংশ বেশি হয়েছে। বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) জুলাই মাসে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে আরও জানানো হয়েছে, গত ২০১৫-১৬ অর্থবছরে প্রকৌশল পণ্য রফতানিতে আয় হয়েছিল ৫১ কোটি ৮০ হাজার মার্কিন ডলার। ২০১৬-১৭ অর্থবছরে প্রকৌশল পণ্য রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৮ কোটি ৪৯ লাখ মার্কিন ডলার। প্রকৌশল পণ্যের মধ্যে আয়রন-স্টিল রফতানিতে সমাপ্ত অর্থবছরে আয় হয়েছে পাঁচ কোটি ৮৮ লাখ ৩০ হাজার মার্কিন ডলার, যা লক্ষ্যমাত্রার চেয়ে ২০ দশমিক ৩১ শতাংশ বেশি। একই সঙ্গে আগের অর্থবছরের তুলনায় এ খাতের আয় ২১ দশমিক ১৫ শতাংশ বেড়েছে। ২০১৫-১৬ অর্থবছরের আয়রন-স্টিল রফতানিতে আয় হয়েছিল ৪ কোটি ৮৫ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। সদ্য সমাপ্ত অর্থবছরে তামার তার রফতানিতে আয় হয়েছে তিন কোটি ৬০ লাখ ৯০ হাজার মার্কিন ডলার, যা এ সময়ের লক্ষ্যমাত্রার চেয়ে ৪৪ দশমিক ৩৬ শতাংশ বেশি। একই সঙ্গে এর আগের অর্থবছরের তুলনায় এ খাতের রফতানি আয় ৪৭ দশমিক ৪৯ শতাংশ বেড়েছে। ২০১৫-১৬ অর্থবছরে তামার তার রফতানিতে আয় হয়েছিল দুই কোটি ৪৪ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। ২০১৬-১৭ অর্থবছরে স্টেইনলেস স্টিল তার রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল এক কোটি ১০ লাখ মার্কিন ডলার। এর বিপরীতে আয় হয়েছে ৭৮ লাখ ২০ হাজার মার্কিন ডলার, যা এ সময়ের লক্ষ্যমাত্রার চেয়ে ২৮ দশমিক ৯১ শতাংশ এবং আগের অর্থবছরের তুলনায় ১৫ দশমিক ১৮ শতাংশ কম।
×