ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেষ হতে চলেছে রবি-এয়ারটেল নেটওয়ার্ক সমন্বয়ের কাজ

প্রকাশিত: ০৩:৫৫, ৭ আগস্ট ২০১৭

শেষ হতে চলেছে রবি-এয়ারটেল নেটওয়ার্ক সমন্বয়ের কাজ

রাজধানীর বংশাল, চকবাজার, খিলগাঁও, কোতোয়ালি, পল্টন, সবুজবাগ ও সূত্রাপুর এলাকায় সোমবার থেকে শুরু হবে রবি-এয়ারটেল নেটওয়ার্ক সমন্বয়ের কাজ। গত কয়েক সপ্তাহে বাড্ডা, ক্যান্টনম্যান্ট, গুলশান, কাফরুল, রমনা, রামপুরা, তেজগাঁও, আদাবর, চকবাজার (আংশিক), ধানম-ি, হাজারীবাগ, কলাবাগান, লালবাগ, মোহাম্মদপুর, নিউমার্কেট, পল্টন (আংশিক), রমনা, শাহবাগ, শের-ই-বাংলা নগর ও তেজগাঁও এলাকায় সফলভাবে নেটওয়ার্ক সমন্বয়ের কাজ শেষ হয়েছে। রবি ও এয়ারটেল গ্রাহকদের সেরা সেবাটি প্রদানের লক্ষ্যে তরঙ্গ ও বিটিএসসহ টেলিযোগাযোগ নেটওয়ার্কের অন্যান্য অবকাঠামোগুলোও সমন্বয় করা হবে। গ্রাহক সেবার সুবিধার্থে কয়েক সপ্তাহের মধ্যেই রাজধানীতে এয়ারটেল নেটওয়ার্ক রবির সঙ্গে ক্রমাগতভাবে একীভূত হবে। -বিজ্ঞপ্তি ডাইন উইথ সুপার শেফ, ২০১৭ উইনারস্্ ভোজ্যতেলের শীর্ষস্থানীয় কোম্পানি বাংলাদেশ এডিবল অয়েলের (বিইওএল) ফ্ল্যাগশিপ ব্র্যান্ড রূপচাঁদা তার কুকিং রিয়েলিটি শো ‘রূপচাঁদা-দি ডেইলি স্টার সুপার শেফ, ২০১৭’-এর কুইজ বিজয়ীদের নিয়ে একটি ডিনার প্রোগ্রামের আয়োজন করে। শো চলাকালে দর্শকরা এসএমএসের মাধ্যমে কুইজে অংশ নেয়। পাশাপাশি দর্শকদের কাছ থেকে শো নিয়ে লিখিত মতামতও আহ্বান করা হয়। কুইজের সঠিক উত্তরদাতা এবং মতামত প্রদানকারীদের মধ্য থেকে নির্বাচিত বিজয়ীরা গত আগস্ট ৪, ২০১৭ তারিখে রাজধানীর একটি স্বনামধন্য হোটেলে সুপার শেফ, ২০১৭-এর সেরা ৫ বিজয়ীর সঙ্গে ডিনারে মিলিত হন। বিইওএলের মার্কেটিং ম্যানেজার ফয়সাল মাহমুদ বলেন, এই ডিনার প্রোগ্রামটি আমাদের জন্য বিশেষভাবে আবেগপূর্ণ, কারণ এখানে সুপার শেফ ৪টি সিজনের বিজয়ীরা উপস্থিত আছেন। এ ধরনের প্রোগ্রামের মাধ্যমে আমরা সুপার শেফের দর্শকদের সঙ্গে মতবিনিময় করার সুযোগ পাই, যা পরের সিজনের শো-ফরম্যাট সাজাতে বড় ভূমিকা রাখে। -বিজ্ঞপ্তি
×