ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে বিপ্লব হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৪:১২, ৬ আগস্ট ২০১৭

রাজশাহীতে বিপ্লব  হত্যাকারীদের ফাঁসির দাবিতে  মানববন্ধন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী নগরীর কাজলা এলাকায় ছুরিকাঘাতে নিহত বিপ্লব হোসেনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার বেলা সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগরীর কাজলা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে এলাকাবাসী বিপ্লবের ঘাতক রনিসহ আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানান। এ সময় অন্যদের মধ্যে রাসিকের ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হোসেন বাচ্চু, সাবেক কাউন্সিলর আনসার আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহসহ নিহত বিপ্লবের আত্মীয় স্বজনরা বক্তব্য রাখেন। গত ৪ মার্চ বিকেলে নগরীর কাজলা কেডি ক্লাব এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা করা হয় বিপ্লব হোসেনকে। এ ঘটনায় বিপ্লবের শ্বশুরসহ তিনজনকে আসামি করে মতিহার থানায় মামলা করা হয়। নিহতের বড় ভাই আসাদ হোসেন বুলবুল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক রয়েছে। সাংবাদিক নির্যাতন মুন্সীগঞ্জে সংস্কৃতি কর্মীদের প্রতিবাদ সমাবেশ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জেলা শিল্পকলা একাডেমির সাবেক সদস্য সচিব মীর নাসির উদ্দিন উজ্জ্বলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জেলা নাট্য ঐক্যমঞ্চের উদ্যোগে এ মানববন্ধন হয়। মানববন্ধনে জেলার সব সাংস্কৃতিক কর্মী উপস্থিত ছিলেন। জেলা নাট্য ঐক্যমঞ্চের সভাপতি নাছিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আর্শেদ উদ্দিন চৌধুরী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ঢাকা বিভাগ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ঢালী, মুন্সীগঞ্জ থিয়েটারের সভাপতি হুমায়ূন ফরিদ, হিরন কিরন থিয়েটার সভাপতি এ্যাডভোকেট মজিবুর রহমান, এপেক্স ক্লাবের সাবেক সভাপতি মোঃ মাসুদ পারভেজ ইমন, সাত্তার মুন্সী, ছোয়া আক্তার, ইকবাল মাহমুদ, শামীম হোসেন ও আসিফ ইকবাল প্রমুখ। বক্তারা অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
×