ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

নারী নির্যাতন বেড়ে যাওয়ার জন্য সরকারী দল দায়ী ॥ রিজভী

প্রকাশিত: ০৭:১১, ৫ আগস্ট ২০১৭

নারী নির্যাতন বেড়ে  যাওয়ার জন্য সরকারী দল  দায়ী ॥  রিজভী

স্টাফ রিপোর্টার ॥ দেশে নারী নির্যাতনের হার বেড়ে যাওয়ার পেছনে সরকারী দলের লোকজন দায়ী; অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তুফানদের নারকীয় উল্লাসে দেশ ক্ষতবিক্ষত। শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, দেশে প্রতিদিন গড়ে ১০ নারী ও শিশুর ওপর পৈশাচিক নির্যাতনের খবর গণমাধ্যমে প্রকাশ হচ্ছে। কয়েক মাস ধরে নারী ও শিশুর ওপর ক্ষমতাসীন দলের সোনার ছেলেদের বীভৎস উৎপীড়ন আরও বেড়ে গেছে। তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না নববধূও। তিনি বলেন, সরকারী দলের তুফানরাই সারাদেশে মানুষের ঘরবাড়ি, জায়গাজমি দখলের পাশাপাশি নারীর সম্ভ্রম নিয়ে পৈশাচিক আনন্দে মেতে উঠেছে। আদিম উল্লাসে এরা নারী-শিশু নির্যাতন করে এক বিকৃত সমাজ গড়ে তোলার চেষ্টা করছে। বিএনপির মুখপাত্র বলেন, সুপ্রীমকোর্টের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে যে নির্দেশনা এসেছে, তাতে তুফানদের হাত থেকে বাঁচতে মানুষ কিছুটা হলেও আশার আলো দেখতে পাচ্ছে। এ রায়ের ফলে দেশের মানুষ দুঃসময়ে আলোর ক্ষীণ রেখা দেখতে পাচ্ছে। এই রায়ে বিচার বিভাগের স্বাধীনতা, গণতন্ত্র, নির্বাচন, আইনের শাসন বাস্তবায়নসহ নানাদিক তুলে ধরা হয়েছে। কিন্তু সুপ্রীমকোর্টের এই রায়ে ক্ষমতাসীনরা ক্ষুব্ধ ও মর্মাহত। সুপ্রীমকোর্টের এ রায় প্রকাশের পর সরকারের রাষ্ট্রক্ষমতায় থাকাটা বেআইনী বলে আমরা মনে করছি। রুহুল কবির রিজভী বলেন বাণিজ্যমন্ত্রী বলেছেন দেশে দ্রব্যমূল্য বাড়েনি, স্থিতিশীল রয়েছে। বাণিজ্যমন্ত্রীর এ বক্তব্য অসত্য। তিনি বলেন, এভাবেই আওয়ামী লীগ নেতা ও মন্ত্রীরা মিথ্যাচার করেন। বাস্তবে বাজারে প্রায় সব পণ্যের দাম এখন দ্বিগুণ-তিনগুণ বৃদ্ধি পেয়েছে। ৭০ থেকে ৮০ টাকা কেজির নিচে কোন সবজি পাওয়া যাচ্ছে না। তেল, চিনি ও লবণসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে আগের চেয়ে দ্বিগুণ। এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, বিএনপির দুই মাসব্যাপী প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযানে এ পর্যন্ত ৪২ লাখের অধিক সদস্য সংগ্রহ ফর্ম বিক্রি হয়েছে, যা টার্গেটের প্রায় অর্ধেক। তিনি বলেন, নারীদের মধ্যে বিএনপির সদস্য হওয়ার আগ্রহ বেশি লক্ষ্য করা যাচ্ছে। তিনি অভিযোগ করেন, বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীতে দেশের বিভিন্নস্থানে বাধা দিচ্ছে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা।
×