ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুরো রাঙ্গামাটি শহরই ঝুঁকিপূর্ণ

প্রকাশিত: ০৬:৪০, ৫ আগস্ট ২০১৭

পুরো রাঙ্গামাটি শহরই ঝুঁকিপূর্ণ

স্টাফ রিপোর্টার ॥ গত ১৩ জুনের ভয়াবহ পাহাড়ধসের কারণে পুরো রাঙ্গামাটি শহরই এখন ঝুঁকির মুখে। পাশাপাশি এখানে যেসব এলাকায় পাহাড়ধস হয়েছে সেখানে পুনরায় মানুষের বসবাস সম্ভব হবে না। এমন পাহাড়ধসের কারণ নির্ণয়ে গঠিত জাতীয় কমিটির প্রধান জানান, আরও কিছু কাজ শেষে চলতি মাসের মধ্যেই কমিটির পক্ষ থেকে সরকারকে পাহাড়ধস রোধে প্রয়োজনীয় করণীয় জানিয়ে প্রতিবেদন দেয়া হবে। গত ১৩ জুন চট্টগ্রাম, রাঙ্গামাটি আর বান্দরবানে ভয়াবহ পাহাড়ধসে মারা যায় দেড়শতাধিক মানুষ। এরপর এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে করণীয় ঠিক করতে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে সরকার। এরই মধ্যে তারা ঘুরে দেখেছে তিনটি জেলা। প্রথম দফা পরিদর্শন শেষে কমিটির প্রধান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সত্যব্রত সাহা মনে করছেন, পাহাড়ধসে সবচেয়ে বেশি ঝুঁকিতে রাঙ্গামাটি শহর। বিভিন্ন এলাকায় ক্ষতি এতটাই বেশি যে, সেখানে পুনরায় মানুষের বসবাস অসম্ভব। তার মতে, প্রাথমিকভাবে পাহাড় কাটার পাশাপাশি অতিবৃষ্টিও এ অঞ্চলে পাহাড়ের গঠনই ত্বরান্বিত করেছে ধস।
×