ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

হাওড়ে ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা আরও ৩ মাস

প্রকাশিত: ০৫:৫৯, ৫ আগস্ট ২০১৭

হাওড়ে ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা আরও ৩ মাস

স্টাফ রিপোর্টার ॥ হাওড় অঞ্চলে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা কর্মসূচী আরও তিন মাস (আগস্ট থেকে অক্টোবর) বাড়িয়েছে সরকার। হাওড়বেষ্টিত ছয় জেলায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র কৃষক ও মৎস্যজীবীসহ ৩ লাখ ৮০ হাজার পরিবারকে এসময়ে ৩০ কেজি হারে চাল দেয়া হবে। ভিজিএফ কর্মসূচীর আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর থেকে ছয় জেলা প্রশাসকের কাছে এজন্য বরাদ্দপত্র দেয়া হয়েছে। সূত্র জানায়, আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত ছয় জেলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার জন্য ৩৪ হাজার ২০০ মেট্রিকটন চালের প্রয়োজন হবে। বরাদ্দপত্র অনুযায়ী সুনামগঞ্জে এক লাখ ৬৮ হাজার পরিবার, সিলেটে ৫৫ হাজার, নেত্রকোনায় ৫৮ হাজার, কিশোরগঞ্জে ৬৫ হাজার, হবিগঞ্জে ২৯ হাজার ও মৌলভীবাজারে পাঁচ হাজার পরিবার এ সহায়তা পাবে। পরিবারগুলোর মধ্যে বিতরণের জন্য সুনামগঞ্জে ১৫ হাজার ১২০ টন, সিলেটে চার হাজার ৯৫০ টন, নেত্রকোনায় পাঁচ হাজার ২২০ টন, কিশোরগঞ্জে পাঁচ হাজার ৮৫০ টন, হবিগঞ্জে দুই হাজার ৬১০ ও মৌলভীবাজারে ৪৫০ টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। সূত্র জানায়, পাহাড়ী ঢল ও অতিবৃষ্টির কারণে গত মার্চ মাসের শেষের দিকে সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট জেলার বিস্তীর্ণ হাওড়াঞ্চল বন্যায় প্লাবিত হয়। ডুবে যায় বোরো ফসল। হাজার হাজার মাছ মরে ভেসে উঠে। মাছ খেয়ে মারা যায় হাঁসও। এরপর সরকার দুর্গতদের জন্য ২৩ এপ্রিল থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাস দশ দিন অর্থাৎ ১০০ দিনের কর্মসূচী হাতে নেয়। ওইসময় পর্যন্ত ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ভিজিএফের আওতায় মাসে ৩০ কেজি করে চাল দেয়ার সিদ্ধান্ত হয়।
×