ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদীতে পদ্মার তীর রক্ষাবাঁধে ধস

প্রকাশিত: ০৫:২৮, ৫ আগস্ট ২০১৭

ঈশ্বরদীতে পদ্মার তীর রক্ষাবাঁধে ধস

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ নদীর পার থেকে মাটি কাটা,সঠিকভাবে রোলার না করা, প্রয়োজনীয় ও সঠিক পরিমাণে জিও ব্যাগ দিয়ে ডাম্পিং না করাসহ নানা অনিয়মের কারণে পানি উন্নয়ন বোর্ডের সাঁড়া ইউনিয়নের পদ্মা নদীর বামতীর প্রতিরক্ষা বাঁধ নির্মাণের একমাস পার না হতেই ধস নেমেছে। কাজের শুরু থেকেই নানা অনিয়মের আশ্রয় নেয়াই ধস নামার মূল কারণ বলে প্রত্যক্ষদর্শী এলাকাবাসী অভিযোগ তুলেছেন। পাউবোর সূত্র মতে, ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের কোমরপুর থেকে সাঁড়াঝাউদিয়া রেলওয়ের গাইডবাঁধ পর্যন্ত পদ্মা নদীর ৬ হাজার ৬শ’ ২০ মিটার এবং নাটোরের লালপুরের তিলকপুর থেকে গৌরীপুর পর্যন্ত ৯৬৫ মিটার স্থান বাঁধ নির্মাণ কাজ শুরু করা হয়। কিন্তু প্রতিরক্ষা বাঁধ নির্মাণের সময় কিছু অংশ বাদ পড়ায় এবং দৈর্ঘ্য-প্রস্থ কমে আসায় নির্মাণ ব্যয় কমিয়ে ১৯৮ কোটি টাকা করা হয়। ভারি বৃষ্টিপাত হলে ঐসব স্থানেও বড় ধরনের ধস নামার আশঙ্কা রয়েছে । চলতি বছরের ৩০ জুন নির্মাণ কাজ শেষ হয়। কাজ শেষ হওয়ার এক মাসের মধ্যেই ঈশ্বরদীর পদ্মা নদীর বামতীর প্রতিরক্ষা বাঁধের বিভিন্ন অংশের সিসি ব্লক সরে ফাঁক হয়ে যাচ্ছে ।
×