ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

গণশুনানি শুরু

১১ শিক্ষাপ্রতিষ্ঠানে ভিডিও কনফারেন্স করলেন নাহিদ

প্রকাশিত: ০৮:০৩, ৩ আগস্ট ২০১৭

১১ শিক্ষাপ্রতিষ্ঠানে ভিডিও কনফারেন্স করলেন নাহিদ

স্টাফ রিপোর্টার ॥ ৩৬ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথমবারের মতো গণশুনানি শুরু হয়েছে। প্রথম পর্যায়ে ১১ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে প্রশ্ন করার সুযোগ পেয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতর (ডিআইএ) এই গণশুনানির আয়োজন করেছে। বুধবার অধিদফতরের শেখ রাসেল স্মৃতি সম্মেলন কেন্দ্রে এই শুনানি অনুষ্ঠিত হয়। একইসঙ্গে অধিদফতরের ই-ফাইল কার্যক্রমেরও উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী বলেন, প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে হবে। এজন্য ই-ফাইলিং ব্যবস্থা চালু হচ্ছে। প্রযুক্তির ব্যবহারের ফলে কোথাও ফাঁকি দেয়া যাবে না। কাজে স্বচ্ছতা থাকবে। দেশের ৩৬ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের আওতায় আসবে। শিক্ষাপ্রতিষ্ঠানে পরিদর্শন কাজকে আরও গতিশীল করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, গত কয়েক বছরে আমরা ঘুষ-দুর্নীতি কমিয়ে আনতে সক্ষম হয়েছি। শিক্ষামন্ত্রী বলেন, ঘুষ-দুর্নীতি করলে কাউকে ছাড় দেয়া হবে না। এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নেয়া হয়েছে। যারা ভাল কাজ করবে তাদের পুরস্কৃত করা হবে এবং দুর্নীতির সঙ্গে যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের সর্বনাশ হবে। পরে শিক্ষামন্ত্রী ই-ফাইল ও গণশুনানি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ সময় তিনি দেশের বিভিন্ন জেলার ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন। ডিআইএ’র পরিচালক প্রফেসর আহাম্মেদ সাজ্জাদ রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের পরিচালক (ই-সার্ভিস) ড. মোঃ আব্দুল মান্নান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব আহমদ শামীম আল রাজি বক্তব্য রাখেন। ডিআইএ’র ই-ফাইল ও গণশুনানি বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন এর যুগ্ম পরিচালক বিপুল চন্দ্র সরকার।
×