ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ব্র্যাক ভার্সিটিতে শিক্ষক লাঞ্ছনা

সংশোধিত তদন্ত কমিটিও মানতে চাননা শিক্ষার্থীরা

প্রকাশিত: ০৮:০৩, ৩ আগস্ট ২০১৭

সংশোধিত তদন্ত কমিটিও মানতে চাননা শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষক লাঞ্ছনার ঘটনা তদন্ত করতে মঙ্গলবার যে ৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছিল ব্র্যাক বিশ্ববিদ্যালয়, বুধবার দুপুরে তাতে সংশোধনী আনা হয়েছে। তবে সংশোধিত কমিটিও মানতে চাইছে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কমিটিতে ছাত্র প্রতিনিধির নাম ঘোষণা না করা এবং কমিটিকে পাঁচদিন সময় দেয়ার বিরোধিতাও করছে তারা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়টির শিক্ষক ফারহান উদ্দিন আহমেদকে লাঞ্ছনার অভিযোগ ওঠায় ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে কর্তৃপক্ষ। পরে সেই কমিটির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ হওয়ায় সমালোচনা ও প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা। এরপর নিরপেক্ষতার স্বার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে না রেখে বুধবার দুপুরে আবারও নতুন কমিটি ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেইজে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এক ঘোষণার মধ্য দিয়ে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক, একজন ব্র্যাকের শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের এ্যালামনাই সভাপতিসহ একজন ছাত্র প্রতিনিধিকে সদস্য করে নতুন তদন্ত কমিটি করা হয়েছে। তবে ছাত্র প্রতিনিধির নাম উল্লেখ করা হয়নি। এ কমিটিকে ৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার জন্য বলা হয়েছে। এছাড়া একই সঙ্গে বুধ ও বৃহস্পতিবারের ক্লাসও বাতিল ঘোষণা করে। পরে গণমাধ্যমেও সংবাদ বিজ্ঞপ্তি আকারে কমিটির তথ্য পাঠানো হয়। এদিকে বুধবার সকাল থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। দুপুরে বৃষ্টি মাথায় নিয়েই কর্তৃপক্ষের সিদ্ধান্ত জানার অপেক্ষায় ছিল তারা। কিন্তু নতুন কমিটি ঘোষণার খবর শোনার পরপরই শিক্ষার্থীরা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে। এরপর তারা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের প্রধান ফটক বন্ধ করে দিয়ে ফটকের শাটার দরজায় লাথি মারতে থাকে। পরে ভবনটির উত্তর পাশের ফটকও বন্ধ করে ওই ফটকেও লাথি মারতে থাকে। পরে তারা আবারও ভবনের সামনে অবস্থান নেয়।
×