ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিল্পী আবদুল জব্বার আইসিইউতে

প্রকাশিত: ০৫:৫৭, ৩ আগস্ট ২০১৭

শিল্পী আবদুল জব্বার আইসিইউতে

স্টাফ রিপোর্টার ॥ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক শিল্পী আবদুল জব্বারকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে। মঙ্গলবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ তাকে আইসিইউ-২ এ স্থানান্তর করে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এ্যানেসথেসিয়া বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. দেবব্রত বণিক বুধবার বলেন, শিল্পী আবদুল জব্বারের ম্যাসিভ রেইনাল ফেলইউর (কিডনি পুরোপুরি অকার্যকর) হয়েছে। ওনার ব্লাডপেশারও ওঠা নামা করছে। যে কারণে ডায়ালসিস করা সম্ভব হচ্ছে না। তিনি আরও জানান, তার শ্বাস-প্রশ্বাসেও সমস্যা হচ্ছে। সামগ্রিকভাবে অবস্থা খারাপ। তবে এখনও লাইফ সাপোর্টে নেয়া হয়নি। এ শিল্পী গত তিন মাস ধরে বিএসএমএমইউতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি কিডনি, হার্ট, প্রস্টেটসহ নানা জটিলতায় আক্রান্ত। ‘জয় বাংলা বাংলার জয়’, ‘সালাম সালাম হাজার সালাম’, ‘ওরে নীল দরিয়া’, ‘তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়’সহ অসংখ্য গানের গায়ক আবদুল জব্বার স্বাধীনতাযুদ্ধের সময় হারমোনিয়াম নিয়ে কলকাতার বিভিন্ন ক্যাম্পে মুক্তিযোদ্ধাদের গান গেয়ে উদ্বুদ্ধ করেন। এছাড়া সেই দুঃসময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গেয়েছেন অসংখ্য গান। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে শিল্পীর গাওয়া গান মুক্তিযোদ্ধাদের প্রেরণা ও মনোবল বাড়িয়েছে। বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদ শিল্পী আবদুল জব্বারের চিকিৎসা সহায়তায় কণ্ঠশিল্পী তিমির নন্দীকে আহ্বায়ক ও সংগঠনের সাধারণ সম্পাদক গীতিকার আলী আশরাফ আখন্দকে সদস্য সচিব করে ‘কণ্ঠশিল্পী মোঃ আবদুল জব্বার চিকিৎসা সহায়তা কমিটি’ গঠন করেছে।
×