ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক এবং অভিন্ন ॥আমু

প্রকাশিত: ০৫:৫৫, ৩ আগস্ট ২০১৭

বঙ্গবন্ধু ও বাংলাদেশ  এক এবং অভিন্ন ॥আমু

জাবি সংবাদদাতা ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেন, ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক এবং অভিন্ন। বঙ্গবন্ধু বাঙালীর মুক্তি ও অধিকার নিয়ে যে চিন্তাভাবনা করতেন, তা তিনি জনসাধারণকে বোঝাতে পেরেছিলেন। শিল্পমন্ত্রী বলেন, বাঙালী জাতীয়তাবাদকে কেন্দ্র করে বঙ্গবন্ধু রাজনীতির নীতি নির্ধারণ করতেন। এ কারণেই তিনি বাঙালীর অবিসংবাদিত নেতা হতে পেরেছিলেন।’ মঙ্গলবার সকালে বিশ^বিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের সদস্য সিমিন হোসেন রিমি বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ অবিচ্ছেদ্য ইতিহাস।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আলোচনা সভা আয়োজন কমিটির আহ্বায়ক প্রো-উপাচার্য অধ্যাপক ড. আমির হোসেন। আরও বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও সরকারী কর্মকমিশনের সাবেক সদস্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মনজুরুল হক।
×