ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

৫৭ ধারা নিয়ে উদ্বেগ নবম ওয়েজবোর্ড সংবাদপত্র শিল্পকে নতুন করে চাপে ফেলবে ॥ নোয়াব

প্রকাশিত: ০৮:১৪, ২ আগস্ট ২০১৭

৫৭ ধারা নিয়ে উদ্বেগ নবম ওয়েজবোর্ড  সংবাদপত্র শিল্পকে নতুন করে চাপে  ফেলবে ॥ নোয়াব

১ আগস্ট নিউজপেপার ওনার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এবং টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন এ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেলস ওনার্স (এ্যাটকো)’র এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংবাদপত্র শিল্প ও সম্প্রচার মাধ্যমের নানা সমস্যা নিয়ে আলোচনা করা হয়। সভায় দুই সংগঠনের নেতারা বলেন, বৈশ্বিক প্রবণতার অংশ হিসেবে এদেশের সংবাদপত্র শিল্প রুগ্ন হয়ে পড়ছে, আয় কমছে এবং নানা ধরনের প্রতিযোগিতার মুখোমুখি হতে হচ্ছে সংবাদপত্র শিল্পকে। সেইসঙ্গে বিজ্ঞাপনের রাজস্ব কমে যাচ্ছে, অথচ বিনিয়োগের আকার বাড়াতে হচ্ছে। এরকম পরিস্থিতিতে নতুন করে নবম ওয়েজবোর্ড কার্যকর করা হলে সংবাদপত্র শিল্প আরও চাপের মুখে পড়বে। সংগঠনের নেতারা তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারার অপপ্রয়োগ এবং প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনের ১৯ ধারা হিসেবে ৫৭ ধারাই ফিরিয়ে আনার উদ্যোগে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, দেশে অনলাইন সংবাদপত্র নিয়ন্ত্রণে জাতীয় অনলাইন নীতিমালা করা হলেও গুগ্ল, ইউটিউব, ভিএএস নীতিমালা নেই। এসব সমস্যা সমাধানে সংবাদপত্র ও সম্প্রচার উভয় শিল্পের মালিকরা যৌথভাবে সরকারের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নেন। এ আলোচনার মাধ্যমে সমস্যাগুলো সমাধানের পথ তৈরি হবে বলে যৌথ সভায় আশা প্রকাশ করা হয়। উক্ত সভায় নিউজপেপার ওনার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন মতিউর রহমান, এ কে আজাদ, মাহ্ফুজ আনাম, এ এস এম শহিদুল্লাহ খান, এম. শামসুর রহমান, তারিক সুজাত ও দেয়ান হানিফ মাহমুদ প্রমুখ এবং এ্যাটকো’র পক্ষে উপস্থিত ছিলেন সালমান এফ. রহমান, মোজাম্মেল হক বাবু, কাজী জাহিদুল হাসান, শেখ কবীর হোসেন, ফারজানা মুন্নি ও আরিফ হাসান প্রমুখ। -বিজ্ঞপ্তি
×