ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ওভাল টেস্ট দক্ষিণ আফ্রিকার জিততে দরকার ৩৭৫ রান॥ ইংল্যান্ডের প্রয়োজন ৬ উইকেট

প্রকাশিত: ০৮:২৭, ৩১ জুলাই ২০১৭

ওভাল টেস্ট দক্ষিণ আফ্রিকার জিততে দরকার ৩৭৫ রান॥ ইংল্যান্ডের প্রয়োজন ৬ উইকেট

স্পোর্টস রিপোর্টার ॥ আর মাত্র একদিন বাকি। আজই ফয়সালা হয়ে যাবে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টেস্টের। কে জিতবে, হারবে; না ম্যাচ ড্র হবে, আজই বোঝা যাবে। ইংল্যান্ডের ছুড়ে দেয়া ৪৯২ রানের টার্গেটে খেলতে নেমে ম্যাচ জিততে দক্ষিণ আফ্রিকার আর দরকার ৩৭৫ রান। ইংল্যান্ডের প্রয়োজন ৬ উইকেট। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হারিয়ে ৩১৩ রান করেছে। দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিন শেষে ৪ উইকেট হারিয়ে ১১৭ রান করেছে। ওভাল টেস্টে ইংল্যান্ড টস জিতে আগে ব্যাটিং করেই বাজিমাত করে। প্রথম ইনিংসেই ৩৫৩ রান করে। জবাবে প্রথম ইনিংসে ১৭৫ রান করতেই অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংস শেষেই ১৭৮ রানে এগিয়ে থাকে ইংলিশরা। এরপর দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে তৃতীয় দিন পর্যন্ত ১ উইকেট হারিয়ে ৭৪ রান করে ইংল্যান্ড। তৃতীয় দিনে বৃষ্টি পড়াতে খেলায় ব্যাঘাত ঘটে। চতুর্থ দিনে আরও ২৩৯ রান করে ইংলিশরা। ইনিংস ঘোষণা করে। দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন জনি বেয়ারেেস্টা। দক্ষিণ আফ্রিকার সামনে জিততে টার্গেট দাঁড় হয় ৪৯২ রান। এ রান করতে গিয়ে চতুর্থ দিন শেষে ১১৭ রান করে প্রোটিয়ারা। ব্যাট হাতে আছেন এলগার (৭২*) ও বাভুমা (১৬*)। এই ম্যাচটি যে দলই জিতবে, তারাই চার ম্যাচের টেস্ট সিরিজে এগিয়ে যাবে। প্রথম টেস্টে ইংল্যান্ড ২১১ রানে জিতে। দ্বিতীয় টেস্টে ৩৪০ রানে জিতে দক্ষিণ আফ্রিকা। সিরিজে এখন ১-১ সমতা আছে। ইংল্যান্ডেরই জয়ের সম্ভাবনা বেশি। স্কোর ॥ ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ওভাল টেস্ট- ইংল্যান্ড প্রথম ইনিংস ৩৫৩ ও দ্বিতীয় ইনিংস ৩১৩/৮ (ইনিংস ঘোষণা); বেয়ারস্টো ৬৩। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস ১৭৫ ও দ্বিতীয় ইনিংস ১১৭/৪; এলগার ৭২*। * চতুর্থ দিন শেষে
×