ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

রিজার্ভ চুরির ঘটনায় উত্তর কোরিয়ার বিরুদ্ধে মামলার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:২৩, ৩০ জুলাই ২০১৭

রিজার্ভ চুরির ঘটনায় উত্তর কোরিয়ার বিরুদ্ধে মামলার প্রস্তুতি

অর্থনৈতিক রিপোর্টার ॥ যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার বা ৮ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনায় উত্তর কোরিয়ার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র প্রমাণ পেয়েছে যে ২০১৪ সালে সনি স্টুডিওতে হামলা ও যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির পেছনে উত্তর কোরিয়ার হাত ছিল। এই কারণেই যুক্তরাষ্ট্রের সরকারী আইনজীবীরা পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে মাললার প্রস্তুতি নিচ্ছেন। এর আগে চলতি বছরের মার্চ মাসেও ওয়ালস্ট্রিট জার্নাল এক খবরে জানায়, একই ঘটনায় উত্তর কোরিয়ার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে উত্তর কোরিয়ার হ্যাকার গ্রুপ ল্যাজারাস বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি করে। এছাড়া এই গ্রুপটি সম্প্রতি ভিয়েতনামের ব্যাংক, ২০১৪ সালে সনি স্টুডিওতে হামলা এবং ২০১৩ সালে দক্ষিণ কোরিয়ায় ফিন্যানসিয়াল সিকিউরিটি ইনস্টিটিউটে (এফএসআই) সাইবার হামলার ঘটনা ঘটায়। এফএসআইর সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত দক্ষিণ কোরিয়ার বিভন্ন সরকারী প্রতিষ্ঠান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে হামলা চালায় ল্যাজারাসের হ্যাকাররা। রংপুরের ব্যবসা-বাণিজ্যের গতি বাড়াতে মতবিনিময় নিজস্ব সংবাদদাতা, রংপুর ॥ রংপুরের ব্যবসা-বাণিজ্যের গতি ত্বরান্বিত করার লক্ষ্যে রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের কর্মকর্তা ও পরিচালকবৃন্দের সঙ্গে রংপুরের সর্বস্তরের ব্যবসায়ী নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা রংপুর চেম্বারের আরসিসিআই অডিটরিয়ামে শনিবার অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু। অনুষ্ঠানের সুচনা বক্তব্যে রংপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোজতোবা হোসেন রিপন বলেন, রংপুরের ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে রংপুরের সকল ব্যবসায়ীদের সঙ্গে কাজ করবে রংপুর চেম্বার। তিনি বলেন, আমরা এগিয়ে যেতে চাই, আমরা রংপুরকে উন্নয়নের রোল মডেলে পরিণত করতে চাই। তিনি ব্যবসায়িক বিভিন্ন সমস্যা সমাধানে রংপুর চেম্বারের নিকট প্রস্তাব উত্থাপনের আহ্বান জানান।
×