ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:১৭, ৩০ জুলাই ২০১৭

টুকরো  খবর

চট্টগ্রামে শপিংমলে অগ্নিকা- স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ইপিজেড এলাকায় একটি শপিংমলে অগ্নিকা-ে ৩টি দোকানের মালামাল ভস্মীভূত হয়েছে। শুক্রবার রাত আড়াইটার দিকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। জানা যায়, বৈদ্যুতিক ত্রুটিজনিত কারণে আগুনের সূত্রপাত হয় একটি দোকানে। তারপর এ আগুন সংক্রমিত হয় আরও দুটি দোকানে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে দুটি কাপড়ের এবং একটি জুতার দোকান। মান্দা নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, মান্দায় বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকা-ের ঘটনায় একটি গার্মেন্টস দোকানের ১০ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বানিসর (কালিতলা) বাজারের মোল্লা গার্মেন্টস এ্যান্ড বস্ত্রালয়ে অগ্নিকা-ের এ ঘটনা ঘটে। আলোকিত আরও তিন গ্রাম নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৯ জুলাই ॥ শেরপুরে পল্লী বিদ্যুতের আলোয় আলোকিত হলো আরও ৩টি গ্রাম। এবার বিদ্যুতের আওতায় আনা হয়েছে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের চরশেরপুর, নয়াপাড়া ও বৈষ্ণবনগর গ্রামকে। শনিবার দুপুরে সুইচ টিপে ওই বিদ্যুত লাইনের সংযোগ উদ্বোধন করেন হুইপ আতিউর রহমান আতিক এমপি। এ উপলক্ষে স্থানীয় সাতানীপাড়া গার্লস ইনস্টিটিউট মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন খন্দকার নজরুল ইসলাম, ফখরুল মজিদ খোকন, আনোয়ারুল হাসান উৎপল ও দুলাল উদ্দিন। এতে সভাপতিত্ব করেন রফিকুল ইসলাম মিল্টন। জর্দা কারখানার জরিমানা স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ জর্দা ও পানমসলা তৈরিতে বিভিন্ন ক্ষতিকর কেমিক্যাল ও রঙের ব্যবহার করায় তাৎক্ষণিকভাবে ত্রিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। শহরের আরএন রোড এলাকার জাহাংগীর কেমিক্যাল ওয়ার্কার্সে (জর্দা ফ্যাক্টরি) ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ টাকা জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে শনিবার বেলা ১১টায় এ অভিযান চালানো হয়। এমপিও বহাল রাখার দাবি নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ২৯ জুলাই ॥ শনিবার দুপুরে উপজেলার জামিরদিয়া আঃ গনি মাস্টার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এমপিও বহাল রাখার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। শিক্ষার্থীরা জানায়, যদি বিদ্যালয়ের এমপিও বাতিল করা হয় তাহলে গরিব ছেলে মেয়েরা শিক্ষার আলো হতে বঞ্চিত হবে, কারণ উচ্চ বেতনে অনেকেই লেখাপড়া করতে পারবে না, তাদের একটাই দাবি স্কুলটির এমপিও বাতিলের জন্য একটি মহল উঠে পরে লেগেছে সেটি যেন বাস্তবায়িত না হয়। এ ব্যাপারে এমপিওভুক্ত শিক্ষক শিক্ষিকারা জানান সরকারী স্কুলটি সরকারী থাকুক এটাই চান কেননা এতে ধনী দরিদ্র সব শিক্ষার্থীরাই লেখাপড়ার সমান সুযোগ পাবে। কাউখালীতে বৃক্ষমেলা শুরু নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ২৯ জুলাই ॥ কাউখালীতে কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে তিনদিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে। বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু শনিবার দুপুরে কাউখালী উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপণ করে তিনদিনের এ মেলার উদ্বোধন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) মাধবী রায়ের সভাপতিত্বে মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবির প্রমুখ। পুরস্কার বিতরণ নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৯ জুলাই ॥ কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল খালেক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন ভূঁইয়া, কুমিল্লা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দা বিলকিস আরা বেগম। কলেজের অধ্যক্ষ ড. একেএম এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেনÑ কলেজের শিক্ষক আবু নায়ীম আল মামুন, কাজী মোহাম্মদ ফারুক, সোহেল কবীর, মায়মুন শরীফ রায়হান, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ইসরাত জাহান সূচি প্রমুখ। শাস্তির দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ২৯ জুলাই ॥ প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেসবুকে আপলোড দেয়ার প্রতিবাদে ও আপলোডকারী আমির হামজার কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভৈরব উপজেলা ও শহর আওয়ামী লীগের আয়োজনে শনিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেনÑ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, শহর আওয়ামী লীগের সভাপতি এসএম বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা আমির হামজার কঠোর শাস্তির দাবি জানান।
×