ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রাইজবন্ড চেকার এ্যাপ

প্রকাশিত: ০৫:৫৭, ২৯ জুলাই ২০১৭

প্রাইজবন্ড  চেকার এ্যাপ

প্রাইজবন্ড ড্রয়ের ফল সংগ্রহ করা এবং সেগুলো একাধিক বন্ডের নম্বরের সঙ্গে মিলিয়ে দেখা অনেক সময়সাপেক্ষ ব্যাপার। অনেকেই জানে না ড্রয়ের ফল প্রকাশের পরে দুই বছর পর্যন্ত পুরস্কার দাবি করা যায়। এই সমস্যার স্থায়ী সমাধান এনেছে প্রাইজবন্ড চেকার এ্যাপ। এই মোবাইল এ্যাপসের মাধ্যমে প্রাইজবন্ড ডিজিটালি সংরক্ষণ করা যাবে। নতুন কোন প্রাইজবন্ড যোগ করলে সর্বশেষ দুই বছরের ড্রয়ের রেজাল্টের সঙ্গে বন্ডের নম্বর চেক করে ফল জানিয়ে দেয়া হবে। ফলে পুরনো রেজাল্ট খুঁজতে হবে না। একবার শুধু বন্ডের নম্বর যোগ করলেই হবে। শুধু পুরনো রেজাল্ট নয়, নতুন ড্রয়ের রেজাল্ট প্রকাশের সঙ্গে সঙ্গে প্রাইজবন্ডগুলো ফলের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে চেক করে ফল তাড়াতাড়ি জানিয়ে দেবে। ৩১ জুলাই প্রাইজবন্ডের ৮৮তম ড্র। প্রাইজবন্ডগুলো এই এ্যাপে যুক্ত করে নিলে সহজেই ড্রয়ের ফলাফল পাওয়া যাবে। -ইয়াহু নিউজ
×