ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

গোল্ড কাপ ফুটবলে চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৬:২৭, ২৮ জুলাই ২০১৭

গোল্ড কাপ ফুটবলে চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র

স্পোর্টস রিপোর্টার ॥ এবারও পারলো না জ্যামাইকা। দুই বছর আগে কনক্যাকাফ গোল্ড কাপের ফাইনালে মেক্সিকোর কাছে হেরে হৃদয় ভেঙ্গেছিল জ্যামাইকার। এবার সেই মেক্সিকানদের সেমিফাইনালে বিদায় করে প্রথম শিরোপা জয়ের স্বপ্ন দেখছিল ক্যারিবিয়ান দেশটি। কিন্তু হলো না তা। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত ফাইনালে জ্যামাইকাকে ২-১ গোলে হারিয়ে আবারও শিরোপা জয়ের স্বাদ পায় স্বাগতিক যুক্তরাষ্ট্র। ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারার লেভিস স্টেডিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সমান তালেই লড়ছিল জ্যামাইকা। তবে শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় দিয়ে শিরোপা উৎসব করে আমেরিকানরাই। এই নিয়ে ষষ্ঠবারের মতো গোল্ড কাপের শিরোপা জিতল যুক্তরাষ্ট্র। সর্বোচ্চ সাতবার টুর্নামেন্টের শিরোপা জয়ের রেকর্ড মেক্সিকোর দখলে। আগামী আসরেই মেক্সিকানদের ছুঁয়ে ফেলার লক্ষ্যেই মাঠে নামবে আমেরিকা। জার্গেন ক্লিন্সম্যানকে বিদায় করে প্রধান কোচ হিসেবে ব্রুস এ্যারেনাকে আনার পরই যেন যুক্তরাষ্ট্রের ভাগ্য বদলে যায়। লস এ্যাঞ্জেলস গ্যালাক্সির সাবেক কোচের অধীনে টানা ১৪ ম্যাচ অপরাজিত রইলো দল। সেইসঙ্গে গোল্ড কাপ জিতে ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বের বাধা পেরিয়ে চূড়ান্ত পর্বে উন্নীত হওয়ার স্বপ্ন আরও উজ্জ্বল হলো যুক্তরাষ্ট্রের।
×